খালেদা জিয়ার সবচাইতে বড় ব্যর্থতা...

লিখেছেন লিখেছেন নো কমেন্ট ২১ মে, ২০১৩, ০১:২৪:১৯ দুপুর

একজন প্রধানমন্ত্রী,একজন বিরোধী দলীয় নেত্রী,একজন মা হিসেবে খালেদা জিয়ার সব চাইতে বড় ব্যর্থতা, তারেক-কোকো যেন কোন ভাবেই কোনরকম দূর্নীতিতে জড়িয়ে না পড়ে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে ব্যর্থ হওয়া।

তারেক-কোকোর দূর্নীতি বিএনপিকে অর্ধেক ঢুবিয়েছে।যতটা না দূর্নীতি করেছে তার চাইতে ১০০গুন বেশী প্রচার করেছে আওয়ামী মিডিয়া।কিন্তু তাই বলে এটা অস্বীকার করার উপায় নাই তারেক-কোকো দূর্নীতিবাজ না।

বিএনপি, আওয়ামীলীগ পরিবার প্রথা থেকে বেরিয়ে আসবে না এটা সিওর।তারেক,কোকো যদি আজকে ক্লিন ইমেজের হত তাহলে সবচাইতে বেশী লাভবান হত বিএনপি।একজন মা হিসেবে,একজন দলীয় প্রধান হিসেবে গর্ব করে জাতির সামনে তারেক কোকোকে প্রেজেন্ট করতে পারত খালেদা জিয়া।দুঃসময়ে বিএনপির হাল তুলে ধরতে পারত।

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File