এমন মুক্তিযুদ্ধের চেতনা..
লিখেছেন লিখেছেন নো কমেন্ট ১৬ মে, ২০১৩, ১১:৩২:১০ সকাল
দৈনিক আমার দেশ বন্ধ করার অন্যতম একটা কারণ ছিল,উপযুক্ত প্রমাণ সহকারে ব্লগের নাস্তিকদের অসভ্যতার চিত্র ধারাবাহিক ভাবে প্রকাশ করা।এবং ফলোআপ রিপোর্ট করেও দৈনিক আমার দেশ দেখিয়েছে ব্লগে নাস্তিকতার নামে কি পরিমান জগন্য অসভ্যতা হয় তা ব্লগাররা কিভাবে স্বীকার করেছে ।এবং আজ পর্যন্ত কেউই নাস্তিকদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনগুলোর কোন অংশ চ্যালেঞ্জ করতে পারেনি।
এই যখন অবস্থা ৭১ টিভির একটি অনুষ্টানের উপস্থাপক নবনীতা যা বলল সারমর্ম হচ্ছে - ব্লগে,আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে আমরা সেরকম কোন প্রমাণ পাইনি।এই 'আমরা' হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা-ফেরিওয়ালীরা।
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন