অচল হয়ে যাচ্ছে মাহমুদুর রহমানের নিঃশ্বাস..

লিখেছেন লিখেছেন নো কমেন্ট ২১ এপ্রিল, ২০১৩, ০৯:২৪:৪৮ সকাল

দেখতে দেখতে ৬ষ্ট দিন পেরিয়ে আজ ৭ম দিন ।টানা ৭ দিনের অনশনে গুরুতর অসুস্থ মাহমুদুর রহমান বেঁচে আছে স্যালাইনের উপর।শুনেছিলাম,মাহমুদুর রহমানের কিছু হলে,আমার দেশ বন্ধ হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।প্রতিবাদের আগুন জ্বলে উঠেনি কোথাও।কিন্তু মাহমুদুর রহমানের পেটে ক্ষুদার আগুন জ্বলছে।তীব্র ক্ষুদার আগুন নিয়েও মাহমুদুর রহমান লড়ে যাচ্ছেন।কিন্তু,আর কতদিন একটা মানুষ এভাবে বেঁচে থাকতে পারে?

আমার দেশের শত শত সাংবাদিক-কর্মচারীর পরিবারে চুলার আগুনেও আগের তেজ নেই।দ্রব্যমূল্যর উদ্বগতির কারণে এমনিতেই বেশীর ভাগ সাংবাদিকদের বেহাল দশা।এরই মধ্যে পত্রিকা বন্ধ!

''মাহমুদুর রহমানের কিছু হলে,আমার দেশ বন্ধ হলে দেশ অচল করে দেওয়া হবে'- বলেছিল হেফাজতিরা,বিএনপির হর্তাকর্তারা।না দেশ অচল হয়নি।অচল হয়ে আসছে মাহমুদুর রহমানের সংগ্রামী নিঃশ্বাস।অচল হয়ে আসছে শত শত সাংবাদিক,কর্মচারীদের পকেট।অচল হয়ে আসছে আমার মত অনেকের বিশ্বাস....

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File