মাহমুদুর রহমান স্যার আপনি একটা বোকা..

লিখেছেন লিখেছেন নো কমেন্ট ১৭ এপ্রিল, ২০১৩, ১১:২৮:১১ রাত

অনশন পালনরত মাহমুদুর রহমানের ছবি দেখে চোখে পানি আসেনি কষ্ট পায়নি শুধু মনে হয়েছে এই মানুষটা বোকা,প্রচন্ড বোকা একজন মানুষ।মাহমুদুর রহমান কিন্তু স্কাইপে নিয়ে প্রতিবেদন করেননি।নাস্তিকদের নিয়ে ব্লগের প্রতিবেদনগুলো মাহমুদুর রহমান করেননি ।উনার দোষ (? ) শুধু একটায় উনি সত্যটুকু ছাপার অনুমতি দিয়েছিলেন।কিন্তু,আজকে সবার দোষ ঘাড়ে নিয়ে রিমান্ডের নির্যাতন সহ্য করেও অনশন করছেন!!

গ্রেফতারকৃত ১৯ জন কর্মী আর পত্রিকার শত শত কর্মীদের জন্য অনশন করছে কিন্তু যাদের জন্য (জনগন) সত্য প্রকাশে নিজের বিপদের কথা একবারও ভাবেননি তারা কি করছে?

এই দেশে সন্ত্রাসী মরলে হরতাল হয়,চোর-বাটপারদের গ্রেফতারের প্রতিবাদে দেশ অচল হয়ে যায় কিন্তু মাহমুদুর রহমানের মত সাহসীদের,১৯জন কর্মীদের জন্য প্রতিবাদের মানবন্ধনে গুটি কয়েক মানুষ ছাড়া আর কাউকে দেখা যায়না...

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File