মুন্নি সাহার কি উপস্থাপিকা হবার যোগ্যতা আছে ?
লিখেছেন লিখেছেন নো কমেন্ট ১৭ এপ্রিল, ২০১৩, ১১:১১:৪৩ সকাল
মুন্নি সাহার উপস্থাপনায় কিছু টকশো ক্লিপ দেখলাম।অবাক হয়ে দেখলাম,আমন্ত্রিত অতিথিদের চাইতে ৩গুন বেশী কথা বলে মুন্নি সাহা।এবং বেশীর ভাগ সময় নিজের মতামত আমন্ত্রিত অতিথিদের মেনে নিতে বাধ্য করতে মনগড়া যুক্তি দিতে শুরু করে।
টকশো উপস্থাপকের আলোচ্য বিষয় নিয়ে মত দেবার স্বাধীনতা নেই।কারণ,উপস্থাপক যদি বিষয়ের উপর ব্যাক্তিগত মতামত দিয়ে সেটার পক্ষে যুক্তি দেয় তখন সেটা 'অলিখিত রায়'- এর মত দেখায় ।এবং বিরোধীমতের অতিথির আগ্রহ হারানোর কারণ হয়।ফলাফল,জমজমাট বিতর্কের মৃত্য হয়।দর্শকের চিন্তার স্বাধীনতা বলতে কিছু থাকেনা।
উপস্থাপকের মুল দায়িত্ব আলোচ্য বিষয়কে হাইলাইট করে তীক্ষ দৃষ্টি রাখা যাতে বিষয়ের বাইরে কেউ ফাউ প্যাচাল,ব্যাক্তি আক্রমন করতে না পারে;পক্ষ/বিপক্ষ যেন সময় সন্ত্রাসের স্বীকার না হয়।
একটা নামকরা হাউজের পরিচালকের `রক্ষিতা' হিসেবে বাজারে ফিসফাস থাকা মুন্নি সাহা কথা বলার সময় মাঝে মাঝে মুখের এমন ভঙ্গি করে মনে হয় ওর চাইতে জ্ঞানী বুদ্ধিমতী নারী এই জগতে দ্বিতীয়টা আর নাই...
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন