শাহবাগী অংকের সরল সমীকরণ

লিখেছেন লিখেছেন সাজাদ ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১৮:৫৭ সকাল

নাস্তিক -আস্তিক বিভাজনটা তখন আসল যখন শাহবাগীদের মুখোশের আবডাল থেকে আসল চেহারাটা প্রকাশ পেল। নিজেদের একটি রাজনৈতিক চাওয়াকে সবার চাওয়া বলে যখন ত্রি-তালে নাচ শুরু হয়েছিল হুজুগে এবং আবেগী আমাদের কেউ কেউ প্রবল ভাবাবেগে হাজির হতে শুরু করল সেখানে। তারপর দৃশ্যপটে একটা একটা ধুর্ত মাথা বের হওয়া শুরু হলো। প্রত্যেক ব্যাক্তি বা চক্র যারা সেখানে মাথা বের করা শুরু করলো সবার একটি কমন রাজনৈতিক পরিচয় পাওয়া গেল। যদি আপনারা ও হিসাব মিলাতে বসেন দেখবেন সব যেন সরল সমীকরণ। সরকারের আচলের নিচে বসে জামাই আদরে কলকে সাজিয়ে সেই চৌদ্দ দলের পুরনো ভৈরবী গাওয়া..........

অথচ ওরাই আমার-আপনার আবেগ কে সিগারেট বানিয়ে সুখটান দিতে শুরু করল যখন তখন সত্যি ভাবতে হলো আমরা কাদের পিছনে দৌঁড়লাম। ................

এমন গৃহপালিত জমায়েতকে যারা তারুণ্যের মহাবিপ্লব বলে বগল দাবাচ্ছিল তাদের সামনের সারির লোক গুলোর খতিয়ান খতিয়ে দেখা হচ্ছিল বারবার। আর তখনি ভয়ানক তথ্য বেরিয়ে আসল। বেরিয়ে আসল শতাব্দির কুৎসিত ষড়যন্ত্র। রাজাকার রাজাকার খেলার আসল হেকমাত। ইসলাম মানেই রাজাকার বানানো, ইসলামী প্রতিষ্ঠান মানেই ঘৃনার পাত্র। কেন? কেন অনাগত কাল ধরে ইসলামপন্থিদের বিশেষ ট্যাগদিয়ে হেয় করা হয় তা স্পষ্ট করে দিল তথাকথিত ব্লগার এক্টিভিস্টরা। রাজিব হয়ত মরিয়া প্রমান করিল সে নাস্তিক বটে...... কিন্তু আসিফ মহিউদ্দীন, অমি পিয়াল, আরিফ, ইমরান, তামান্নারা বাচিঁয়া থাকিয়া প্রমান করিল তাহাদের চাওয়া একটাই...... । ’ফাক আপ ইসলাম’............

আশা করি অংকটা মিলাতে পেরেছেন।।।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File