রুখে দাড়াও আজ অত্যাচারীদের দেশে শান্তি চাই

লিখেছেন লিখেছেন আমি কবি ২৯ মার্চ, ২০১৩, ০৫:৩২:৩৯ বিকাল



মৃত্যুকে যারা করেছে আপন হবে তাদের জয়

তারা মানে না কোন বাধা নেই তাদের ক্ষয়।

থামানো তাদের যাবেনা পুলিশ বিজিবি র্যা বে

বিজয় মালা আনবে ছিনিয়ে জয় তাদের হবে।

অত্যাচারীরা রয় না চিরদিন মনে রেখ সবে,

একদিন কালো রাতের শেষে শুভ্র প্রভাত হবে।

ক্ষমতার মসনদে আছে যারা ভাসিয়ে রক্ত গঙ্গা

চিরদিন তারা রবেনা সেথায় রক্তে করে রাঙা।

নারী মেরেছ পুরুষ মেরেছে মেরেছ যত শিশু

পারবে না তোমাকে রক্ষা করতে নামে যদি ঐ যিশু।

লাশের নদী বয়ে চলে আজ ক্ষমতা করতে পাকা,

শপথ নিয়েছে লাখো জনতা রুখতে তোমার চাকা।

জবাব তোমার দিতেই হবে জনতার কাছে সেদিন

পালাবার পথ পাবেনা তুমি বেড়েছে তোমার ঋণ।

রুখে দাড়াও আজ অত্যাচারীদের দেশে শান্তি চাই,

ঘিরে ফেলো যত পাপী শয়তান রক্ষা তাদের নাই।

জেল যুলুম আর কারাগার তোমাকে পারবেনা বাচাতে,

জনতার কাছে সমর্পণ কর ক্ষমতা নিজ হাতে।

বিষয়: সাহিত্য

১৭১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File