মা গো মা
লিখেছেন লিখেছেন আমি কবি ২৯ মার্চ, ২০১৩, ১০:৩৫:২৭ সকাল
মা গো মা
কাছে এসো না।
তোমার ছেলে ডাকছে তোমায়
দূরে থেকো না।
মান করে আর থেকো না তুমি
তুমি জীবনে সবচে দামি।
তোমায় ছাড়া থাকি কি করে আমি
আজ বলো না।
রাগ করে মা থেকো না আর
ফিরে এসো আজকে আবার।
ছেলের সাথে রাগ কি মানায়?
তুমি বলো না।
বিষয়: সাহিত্য
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন