খোকন সোনা মণি মন দিয়ে শুন

লিখেছেন লিখেছেন আমি কবি ২৮ মার্চ, ২০১৩, ০৯:৪০:৩৮ রাত

ঘুম থেকে তুমি উঠ সকাল বেলা

কোরান হাদিস পড় করোনা আর হেলা।

নিজের জীবন গড় জানো ইসলাম,

মুমিনের খাতায় লিখো তোমার নাম।

অপরাধি কভু যেন না হও তুমি

দোয়া এই করি হবে তুমি নামি

পাপ থেকে যত থাকবে তুমি দূরে

শান্তি পাব আমি যদিও যাই মরে।

অপরের মনে দিওনা কখনো আঘাত

করোনা কারো ক্ষতি জীবন যাক নিপাত।

মানুষ হও তুমি মানুষের মত

অন্যায়ের কাছে করোনা শির নত।

খোকন সোনা মণি মন দিয়ে শুন,

বাবার এ কথা মেনে চল যেন।

বিষয়: সাহিত্য

১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File