প্রজন্ম চত্বরের গন্তব্য

লিখেছেন লিখেছেন আমি কবি ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫২:১৯ সকাল

প্রজন্ম চত্বরে আজ চলছে রঙের মেলা,

আবাল বৃদ্ধ বণিতা করছে সেথা খেলা।

ইনিয়ে বিনিয়ে করছে তারা দাবি,

রাজাকার আর জামাত এদেশ ছেড়ে যাবি।

ছোট্ট ছোট্ট বাচ্চারাও চায় শুধু ফাঁসি,

বুড়ো বুড়ি যোদ্ধারা মারছে জোড়ে কাঁশি।

এইবার আর রক্ষা নেই যত রাজাকার,

সবটার চাই ফাঁসি বল বারবার।

অপরাধ কি তার তা নেই দরকার,

জামাত শিবির মেরে এবার করব ছাড়কার।

দিনে দিনে বাড়ছে এই জামাতের শক্তি,

দেশটাকে দেব এবার জাশি থেকে মুক্তি।

রমনা শিশুপার্ক আর বইমেলার লোক

পিজি হাসপাতালের রুগিরও আছে সেথা ঝোঁক।

রঙ তামাশা দেখতে সবার লাগছে অতি ভালো

সরকারি সমাবেশ আর নির্বাচনের আলো।

যুদ্ধাপরাধের বিচারে সওয়ার হওয়া চাই ই,

আসছে সামনে নির্বাচন জেতার উপায় নাই।

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File