দেখে এলাম শাহবাগ
লিখেছেন লিখেছেন আমি কবি ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫৬:১৭ সন্ধ্যা
দেখে এলাম শাহবাগ
বসে আছে অনেক বাঘ
ফাসিঁ চাই ফাসিঁ চাই দিচ্ছে ডাক।
জানে না কার কি দোষ
নাই কারো তেমন হুস
চিল্লা চিল্লি নাচ গান
কাদের মোল্লার মাথা আন।
খুন চেপেছে আজ মাথায়
থামবে না আর কারো কথায়।
রাজপথ বন্ধ করে
রাজকারকে আনবে ধরে।
দেবে ফাঁসি নিজ হাতে
থাকবে মজায় ফুর্তিতে।
কাটবে রাত সঙ্গি সাথে
ফিরবে না হুস এই ধরাতে।
বিষয়: সাহিত্য
১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন