মাইরের উপর ওষুধ নাই..…

লিখেছেন লিখেছেন দূর্বার ০৪ মার্চ, ২০১৩, ০৩:৫৫:০৮ দুপুর

জনতার ব্যাপক চাপের মুখে শেষ পর্যন্ত একটু আগে ৬ ঘন্টার ভিতর দিগন্ত টিভি দিতে বাধ্য হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্যাবল মালিক মাসুম এবং আজাদ।

উল্লেখ্য, সকাল থেকে উপর্যুপুরি চাপ প্রয়োগ করা হয়েছিল, "হয় দিগন্ত টিভি দিবি, না হয় সব অফ করবি নাহলে আজ রাতেই ডিশ অফিস হামলা করা হবে আর সকল ক্যাবল কেটে দেওয়া হবে"

মাইরের উপর ওষুধ নাই..…

শেষ পর্যন্ত জয় জনতারই।

বাঁশেরকেল্লা

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় মানুষ পালিয়ে যাচ্ছে ভারতে, দাবি টাইমস অব ইন্ডিয়ার

মিজানুর রহমান: ভারতের মালদা জেলার সীমান্ত দিয়ে কয়েকশ' বাংলাদেশী ভারতে প্রবেশ করেছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার জামায়াত-ই-ইসলামীর নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর দেশজুড়ে ব্যাপক সহিংসতার ফলে মানুষ পালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

মালদা জেলার মাহাদিপুরের একটি চেকপোস্টের একজন বিএসএফ কর্মকর্তা বলেছেন, ইতিপূর্বে এমন বহির্গমনের ঘটনা চোখে পড়েনি। এমনকি সেখানে আওয়ামিলীগেরও অনেক সদস্য ভারতে এখন আশ্রয় খুঁজতে এসেছেন।

সীমান্তে এখন কয়েক শ' মানুষ ট্রাক বোঝাই হয়ে অপেক্ষা করছে। প্রায় ৩০০ ড্রাইভার ও হেলপার গত শুক্রবার ফিরে এসেছেন সীমান্ত থেকে। এর মধ্যে উত্তর প্রদেশ, দিলস্নী এবং পাঞ্জাবে আটকা পড়েছে অনেকে। ভারতের আমদানি বিভাগের কর্মকর্তা শমির ঘোষ বলেন, আমরা এখন আমাদের ক্ষতির চেয়ে তাদের নিরাপত্তার ব্যাপারে বেশি জোর দিচ্ছি।

নাটোরের আওয়ামীলীগ নেতা এবং নাটোর পৌরসভার সদস্য মোহা. আলাউদ্দিন এবং তার স্ত্রীকেও মাহাদিপুরের সীমান্তে হাটাহাটি করতে দেখা গেছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া। আলাউদ্দিন বলেন, 'গোটা জাতি এখন আগুনে পুড়ছে। রাস্তা কেটে দেয়া হয়েছে অনেক জায়গায়। বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন জায়গায়।'

রিসা নামের একজন বিবিএর শিক্ষার্থী মুর্শিদাবাদে তার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়ার উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতা আলাউদ্দিনের সঙ্গে সীমান্তে এসে হাজির হয়েছে। রিসা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদকের কাছে বলে, আমরা নিজেদের ঘরে আর নিরাপদে থাকতে পারছি না। 'আমি জানি না কবে আবার বাড়িতে ফিরতে পারব।'

সীমান্তে আসা ৬০ বছরের প্রবীণ চাপাই নবাবগঞ্জের আব্দুস সালাম জানান, এক অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে মনে হয়। জামায়াত দু'দিনের হরতাল ডেকেছে। এলাকায় আরও বড় ধরণের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। এছাড়া হিলি সীমান্ত্ম দিয়েও বুধবার রাতে ২৯ জন নারী ও পুরম্নষ ভারতে প্রবশে করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার।

স্থানীয় সময় : ১৩১৮ ঘণ্টা, ০২ মার্চ ২০১৩

Click this link

বিষয়: বিবিধ

১৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File