একটি বাংলা সিনেমার গান!! গানটি বাংলা ছবি শেষ ঠিকানা ছবি থেকে নেওয়া।

লিখেছেন লিখেছেন লাকসামের ঝড় ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:০০:৩১ দুপুর

প্রিয় ব্লগার ভাইয়েরা,চারদিকে শুধু শুনতেছি জামাত,শিবির,রাজাকার। এই শব্দগুলো শুনতে শুনতে আপনাদের মধ্যে একঘেয়েমি বিরাজমান করতেছে। তাই এই মূহুর্তে আমি ভাবলাম আমার ভাইদের বিনোদনের প্রয়োজন। তারই অংশ হিসেবে আমি এই গানটি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

গানটির গীতিকার মগা ভাই এবং সুরকার হাসু আপা।

আমি শাহবাগে ফুল ফোটাবো,

শুধু ইসলামের বিরোধীতা করে।

আমি ইসলামের ঢেউ থামাবো,

শুধু নব্য বাকশালী আইন দিয়ে।

তোমরা শাহবাগীরা যদি থাক,

আমার ই পাশে।

আমি শাহবাগে ফুল ফোটাবো,

শুধু ইসলামের বিরোধীতা করে।

আমি ইসলামের ঢেউ থামাবো,

শুধু নব্য বাকশালী আইন দিয়ে।

ও ক্রিমিনালী চিন্তা,

জ্বলে আর নেভে।

কাটেনাতো সময়,

শাহবাগকে ভেবে ভেবে।

কবে দেখা দিবে,

জাহান্নামে নিবে।

এই শাহবাগকে।

আমি শাহবাগে ফুল ফোটাবো,

শুধু ইসলামের বিরোধীতা করে।

আমি ইসলামের ঢেউ থামাবো,

শুধু নব্য বাকশালী আইন দিয়ে।

ও মনে মনে শয়তানকে,

খুজে চলি আমি।

জানিনাতো কোথায়,

আছো সেই আমার শয়তানী।

বিষয়: বিবিধ

১৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File