***বরণের গান***
লিখেছেন লিখেছেন egypt12 ১২ ডিসেম্বর, ২০১৫, ১২:২৭:২৪ দুপুর
জানি দায়িত্বটা অনেক অনেক ভারী,
তবুও আমার খুব প্রয়োজন তারি।
.
আজ স্বপ্নে দেখা ঘর বানাবো আমি,
এই ঘর বানাতে খুব প্রয়োজন তুমি।
সেই তোমায় পাবো দিবা রাতের চিন্তা,
বলো উঠবে কবে মনটা নেচে ধিনতা?
*********************************
জানি দায়িত্বটা অনেক অনেক ভারী,
তবুও আমার খুব প্রয়োজন তারি।
.
তার বিকল্প নেই তো এই সমাজে,
তাই কল্পলোকে তারই নূপুর বাজে।
তার রিনিঝিনি নূপুর করে হরণ,
এ মন উতলা করতে তাকে বরণ।
*****************************
জানি দায়িত্বটা অনেক অনেক ভারী,
তবুও আমার খুব প্রয়োজন তারি।
.
সে'কি হরণ ভয়ে বরণে পায় লজ্জা?
প্রিয়া! ঘর হবে কি না হলে ফুলসজ্জা?
মায়ার ঘর বানাতে বিকল্প নেই তোমার,
এসো বাঁধ ভেঙ্গে দেই আনতে প্রনয় জোয়ার।
**************************************
জানি দায়িত্বটা অনেক অনেক ভারী,
তবুও আমার খুব প্রয়োজন তারি।
.
০৯/১২/২০১৫
বিষয়: সাহিত্য
১৩৪০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক সুন্দর হয়েছে ।
না না চাইনা,না না চাইনা; কোন রাম্ভা উর্বসী সাদামাটা কেউ হলে আমি তাতেই খুশী।
ক্ষনেক সময় ছেঁকা ক্ষনেক সময় নাচ!
তবুও আমার খুব প্রয়োজন তারি। - চমৎকার।
মন্তব্য করতে লগইন করুন