***কাঙ্খিত একাকিত্ব***
লিখেছেন লিখেছেন egypt12 ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫২:৫৬ সকাল
কখনো কখনো অতি কাছে আসা
অসীম দূরত্ব আনতে পারে,
হে বন্ধু তাইতো ক্ষনিক দূরত্ব চাই;
তবু কাছে ডাকো বারে বারে!?
.
জানি এমন ইচ্ছা জানতে পেরে
তুমি দুঃখ পাবে- কষ্ট পাবে,
তবু আশংকা আমায় করেছে পাথর-
ভয় জড়ানো অনুভবে।
.
তাই দাও কিছুদিনের বা সময়ের অবকাশ-
আজ থাকতে চাইছি একা,
ভাঙ্গন নয়তো! আরও কঠিন
শেকলে জড়াবো কাঁদিস নাতো বোকা।
.
সত্যি একা থাকাই খুব প্রয়োজন-
আর প্রয়োজন ভাগ্যের সাথে বাহাস,
আমি তো বুঝিনা ভাগ্যের খেল-
সে'কি অদৃশ্য ঐ কাঁচ দেয়ালের বিলাস?
.
তাই একাকিত্ব চাই নিশ্বাসে ও প্রশ্বাসে
কিংবা চায়ের পেয়ালায়,
আবার দেখবে আসবো ফিরে-
সেই চেনা আমি হয়ে নতুন সুবেলায়।
.
০৮/১২/১৫
বিষয়: সাহিত্য
১২৯৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন