"জীবন কথা"
লিখেছেন লিখেছেন egypt12 ২৮ নভেম্বর, ২০১৫, ১০:২৯:৪০ সকাল
ওহে জীবন তোকে আমি
আর দেবোনা দোষ,
তারচে বরং করি দোয়া
আমারই হোক হুঁশ।
.
দুদিন থাকার অবকাশে
এসেছি এ ভূমে,
চিরকালের আবাস ভুলে
কাটাই বেঘোর ঘুমে।
.
সেই সে ঘুমে আত্মহারা
প্রবঞ্চনার মাঝে
আত্মদম্ভ করে বেড়াই
ক্ষণিক পাওয়া রাজে।
.
স্বপ্নবুনি ভালোথাকার;
স্বপ্নভঙ্গে কাঁদি,
ভাবি এ এই স্বপ্ন জীবন
অমর হতো যদি!
.
যদিওবা জানি ধরা
স্বল্প দিনের ছায়া,
তবু ভুলে রই-ভুলে রই,
বেহেস্ত পাবার মায়া।
.
সরল কথায় জীবন হলো
শুভ্র কালো মেঘ,
গড়গড়িয়ে পতন হলে
মৃত্তিকাতেই শেষ।
.
আমার দেহ মেঘের কণা
দুটোই মাটির আহার ভাই,
একটি দ্বারা ক্ষুধা মেটায়-
অন্যে তৃষ্ণা মেটায় তাই।
.
২৬/১১/২০১৫
বিষয়: সাহিত্য
১২৩৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটুখানি জিবনের জন্য কতই না কষ্ট
মন্তব্য করতে লগইন করুন