***অনিবার্য সংগ্রাম***

লিখেছেন লিখেছেন egypt12 ২৬ মে, ২০১৫, ১২:০৫:১৯ দুপুর



দেখেছো কি সমাজের ক্ষয় হয় প্রতিদিন!?

পরকীয়া, ধর্ষণ- মেকি প্রেম- মায়া লীন।

.

বৈধতা ছাড়াও চলে কাম সিদ্ধি!

দিন দিন বেড়ে চলে কমে না এ বৃদ্ধি।

.

এতেই নষ্ট সবি; ক্ষয় মায়া হায়া,

পরিমল ঘুরে চলে কায়া থেকে কায়া।

.

নারী কায়া মালিকেরা- পায় শুধু বদনাম,

নর থাকে নির্দোষ, নিষ্পাপ বিধিবাম!

.

উচ্ছেদ করি চলো রুবেল আর হ্যাপীদের,

ওদের পথটা জেনো ভ্রষ্ট ও পাপীদের।

.

এসব ঠেকাতে এসো কাজ করি শুরু,

সাহসে এগিয়ে যাও হইও না ভীরু।

.

প্রেম চাও? মায়া চাও? চাও কাম সিদ্ধি?

বিয়েটাই সোজা পথ- এখানেই জোর দি।

.

আসুক আজ প্রচারে বিয়ে মুখী যৌনতা,

আলগা প্রেমকে নিয়ে ভেংগে ফেলি মৌনতা।

.

পাল্টে ফেলবো কিছু ভোগবাদী সূত্র,

পুঁজিবাদী দর্শনে ঢেলে দেবো মূত্র।

.

বাড়ী গাড়ী নারী নয় নব এই সূত্রে,

বৈধ নারীরা আগে চাহিদার ক্ষেত্রে।

.

তাই এসো ভাইসব

সাথে

এসো বোন সব

সবে মিলে শুরু করি নব সংগ্রাম,

বিয়ে ছাড়া রুখে দেবো; সব রুপী কাম।

.

সমাজের ক্ষয় রোধে এও এক ভাল পথ,

বিয়ে কর সু-সময়ে- ছেড়ে দাও ভুল রথ।

.

২৬/০৫/২০১৫

বিষয়: সাহিত্য

১১৭৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322617
২৬ মে ২০১৫ দুপুর ০১:৩৩
কাহাফ লিখেছেন :
এই সব অনাচার-অজাচার প্রতিহতে বিয়ে কে সহজ করতে হবে! আজকাল বিয়ে কে অনেক কঠিন পরিমন্ডলে আবদ্ধ করা হয়েছে!
প্রেম-ভালবাসার নামে বেহায়াপনা বন্ধ করতেই হবে!
২৬ মে ২০১৫ দুপুর ০২:৩৯
263790
egypt12 লিখেছেন : ঠিক ধরেছেন... আল্লাহ আমাদের হেদায়াত দিন।
322622
২৬ মে ২০১৫ দুপুর ০২:০৫
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২৬ মে ২০১৫ দুপুর ০২:৩৯
263791
egypt12 লিখেছেন : ধন্যবাদ আপু...
322639
২৬ মে ২০১৫ দুপুর ০৩:২৪
২৬ মে ২০১৫ বিকাল ০৫:০৬
263811
egypt12 লিখেছেন : ভারতের ধর্ষণ বিরোধী আন্দোলনকারীরা সানিকে এখনো কেন বাঁচিয়ে রেখেছে বুঝলাম না!!!
২৬ মে ২০১৫ বিকাল ০৫:৩৮
263817
হতভাগা লিখেছেন : ব্যাপারটা খুবই সিম্পল ।

সানি সাহসী বলে অকপটে বিষয়টা সরাসরি স্বীকার করেছে। উনারও যে সানির সাথে দ্বিমত পোষন করেন তা তাদের একটিভিটিতে মনে হয় না । কারণ এতে তাদের ধান্ধাবাজির ব্যবসা মানুষ বুঝে যেতে পারে ।

ভারতের প্রধান ধর্মের পূঁজাতে বেশ্যার ঘরের মাটি লাগেই । তাই এসব নিয়ে হাউ কাউ হলেও কার্যকর কিছু যে আসলেই হবে না তা সবাই জানে , জানে না শুধু ভিকটিম মহিলাটি। ফাকতালে প্রতিবাদী সমাজ কিছু নাম যশ ও টাকা পয়সা কামিয়ে নেয় , এটাই তাদের চাওয়া ।

এটা শুধু ভারত না , সব দেশের জন্যই খাটে ।
২৬ মে ২০১৫ বিকাল ০৫:৪৭
263822
egypt12 লিখেছেন : সুন্দর যৌক্তিক বিশ্লেষণ Happy
322644
২৬ মে ২০১৫ দুপুর ০৩:৪৬
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
২৬ মে ২০১৫ বিকাল ০৫:০৭
263812
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
322690
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
শেখের পোলা লিখেছেন : চলুন তার চেষ্টা নিজেদের পরিবার থেকে শুরু করি৷ ধন্যবাদ৷
322698
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
ব্লগার শঙ্খচিল লিখেছেন : অসাধারণ.....।
322718
২৬ মে ২০১৫ রাত ০৯:২৬
মুক্ত কন্ঠ লিখেছেন : বিয়ের কঠিন পরিমন্ডলকে অতিক্রম করতে না পারায় ৩১ এ এসেও বিয়ে করতে পারছি না। আমি বিয়া করুম!!! Crying Crying Crying
322852
২৭ মে ২০১৫ দুপুর ০৩:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : থাকেন চুপ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File