!!!গণতন্ত্র!!!

লিখেছেন লিখেছেন egypt12 ১০ মে, ২০১৫, ১১:৪১:২৩ সকাল



ইলেকশনে সব দল করে নিজের ভাষায়

যোগ্য প্রার্থীর সিলেকশন,

প্রার্থী তারাই পারবে যারা করতে বেশী

ছলে-বলে ভোট কালেকশন।

.

এরপর শুরু প্রচারণা গায়ে পড়েই

প্রার্থীরা চায় সবার ভালো,

সুন্দর কথার ফুলঝুরিতে জনগণের

গলায় ঝুলায় ভালোর মুলো।

.

প্রচার চালায়...

বিরাট গলায়...

.

অমুক ভাইয়ের কি দরকার-

তমুক ভাই চমৎকার,

কথায় করে একে অন্যের

বিশাল বিশাল বিষাদগার।

.

শব্দ দূষন- নেতার তোষণ;

সুন্দর ভাষণ সবই চলে সমান তালে,

জেতার কৌশল সবাই রচে

খুব গোপনে অন্তরালে।

.

অতঃপর পাই...

পেতেই যে চাই...

.

অমুক ভাই আর তমুক ভাইয়ের

প্রচার থেকে মুক্তি,

মাঝে হবে কালো টাকায়

ভোটটা কেনার চুক্তি।

.

ভোটের দিনে অসহায় সব

কেঁপে কেঁপে যাবে কেন্দ্রে,

সবই চলবে চরমে গরমে

জয়-পরাজয় ট্রেন্ডে।

.

এদিন চলবে পেশিশক্তির

নিলজ্জ সব মহড়া,

কোত্থেকে সব ক্যাডার এসে

দেয় বসিয়ে পাহারা।

.

মারামারি ধরাধরি

কোপাকোপি সব চলবে,

দুটি পক্ষ-ই লেবাস খুলে

একে অপরকে দলবে।

লুটপাট আর চুরির পরে

যেই পাবে ভোট সবচে বেশী,

গনতন্ত্রের স্বর্ণ সূত্রে

সেই তো হবে প্রাসাদবাসী।

.

(এসব নোংরা প্রসেস দেখে

সজ্জন নিচ্ছে নির্বাসন

এই কারণে চাপলো বসে

নব শতকের দুঃশাসন।)

.

ক্ষমতার ওই দন্ডে বসে

ভুলে যাবে সব ওয়াদা,

জনগণ তুই দর্শন চাইবি?

ঠেকাবে তা পাইক পেয়াদা।

.

নির্বাচিত নেতা থাকেন অনেক উপর

ধরা ছোঁয়া আর যায়না,

আবার তারা আসবে নেমে ধুলোর পরে

বছর পাঁচটা যাকনা।

.

এটাই হলো সহজ কথায়

সার্বজনীন জন-গণতন্ত্র,

এখান থেকে বের হওয়া দায়

নেই যে কোন সহজ সরল মন্ত্র।

২৬/০৪/১৫



বিষয়: সাহিত্য

১০৮৮ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319189
১০ মে ২০১৫ সকাল ১১:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শেষের কার্টুুন টা ভাল!!
১০ মে ২০১৫ দুপুর ১২:১০
260312
egypt12 লিখেছেন : কবিতা পড়েছেন? phbbbbt
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
260379
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবিতা এখন পড়ার সময় নেই
কবিতা এখন বিদায় নাও
১১ মে ২০১৫ সকাল ১১:০৮
260484
egypt12 লিখেছেন : ক্ষিধা পেয়েছে? পূর্ণিমার চাঁদকে রুটি রুটি মনে হয়? Tongue
১১ মে ২০১৫ দুপুর ১২:১৬
260493
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু কি তাই!!!! অন্যের বেী কে ও নিজের বেী মনে হয় খিদায়!!
১১ মে ২০১৫ দুপুর ১২:২৭
260498
egypt12 লিখেছেন : ও আল্লাহ! ভাবী জানে!? এই অতি বিশেষ ক্ষিধার কথা। Surprised
319209
১০ মে ২০১৫ দুপুর ০১:৫৬
হতভাগা লিখেছেন : এটা হল গনতন্ত্র বাংলাদেশ ভার্সন

মন্দরাই চালায় দেশ সুবচন নির্বাসন
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
260389
egypt12 লিখেছেন : আসলে গণতন্ত্র এমনই Broken Heart
319231
১০ মে ২০১৫ দুপুর ০৩:৩৮
আবু জান্নাত লিখেছেন : সুন্দর কথার ফুলঝুরিতে জনগণের
গলায় ঝুলায় ভালোর মুলো
চমৎকার কবিতা।
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
260391
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাইLove Struck
319238
১০ মে ২০১৫ বিকাল ০৪:১৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মুখে গণতন্ত্রের বুলি,
বাস্তবে বন্ধুকের গুলি।
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
260390
egypt12 লিখেছেন : ঠিক Broken Heart
319279
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২২
শেখের পোলা লিখেছেন : তন্ত্র মন্ত্র চেপ্টা হল
বাকশাল নামের যন্ত্রে,
যন্ত্র খানা চলে শুধুই
শ্মশান কালীর মন্ত্রে৷
প্রার্থীরা সব কালীর পায়ে
উপচে ঢালে ফুলের ডালি,
ক্যাডারেরা সেই আনন্দে
বাজায় শুধু হাতে তালি৷
১১ মে ২০১৫ সকাল ১১:০৯
260485
egypt12 লিখেছেন : কিতা যে কন! phbbbbt
319293
১০ মে ২০১৫ রাত ০৯:০৭
আওণ রাহ'বার লিখেছেন : একবিংশ শতাব্দিতে গনতন্ত্রের কবর রচিত হবে ইনশাআল্লাহ....
১১ মে ২০১৫ সকাল ১১:১০
260486
egypt12 লিখেছেন : বিপরীতে কি আসবে?
319397
১১ মে ২০১৫ দুপুর ০৩:১০
আফরা লিখেছেন : চমৎকার কবিতা ধন্যবাদ ভাইয়া ।
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
260530
egypt12 লিখেছেন : ধন্যবাদ আপু Good Luck
319534
১২ মে ২০১৫ সকাল ১১:২৭
আহসান সাদী লিখেছেন : কার্টুনটা সেই...
১২ মে ২০১৫ দুপুর ১২:১৩
260644
egypt12 লিখেছেন : আপনিও সবুজ ভাইয়ের দলে? Crying
১২ মে ২০১৫ দুপুর ১২:৫৫
260666
আহসান সাদী লিখেছেন : তবে কবিতা আমার ভালো লাগে। ছড়া হলেও চলে।
১২ মে ২০১৫ দুপুর ০১:৪৩
260671
egypt12 লিখেছেন : ভালোই সাহিত্য প্রেমী আপনি কিন্তু সবুজ ভাই সাহিত্য বুঝতে চান না বুঝতে চান শুধু রস-কষহীন গদ্য। Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File