হা-লাজ (লজ্জার অভাব)

লিখেছেন লিখেছেন egypt12 ৩০ এপ্রিল, ২০১৫, ১০:২৯:৫২ সকাল



লজ্জার গুদাম?

লাগলো আগুন-

কারখানা আজ বিকল!

তাই জাতিকে বাঁধলো কষে

নিলজ্জ এক শেকল।

.

হায়রে হায়- কি উপায়!

লজ্জা কোথায় পাই?

ফায়ার ব্রিগেড আসার আগেই

লজ্জা পুড়ে ছাই।

.

আজ; লজ্জা খুঁজি মিডিয়াতে

আর; লজ্জা খুঁজি কোর্টে,

তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াই

চট্রগ্রামের পোর্টে।

.

লজ্জা খুঁজি মাঠ-ঘাটে

আর- লজ্জা খুঁজি পার্কে;

বন্য পশুর লাজ লাগে

তাই যুগল বন্দি ডার্কে।

.

আমাদের আজ লাজ লাগেনা

টিএসসিতে প্রমাণ;

নিলজ্জতা পাহাড়সম

ভাংতে লাগবে কামান।

.

লজ্জার মা?

হারিয়ে তোলে

সন্তান হারা মাতম,

মায়ের মনে একটি প্রশ্ন-

কে করল খতম!?

.

লজ্জার কোন শত্রু নেইকো-

তবুও তাকে কারা?

গুম করে আর হারিয়ে দিয়ে

হাসছে পাগল পারা!

.

কন্যা শোকে পাগল হয়ে

মরেই গেলো মা,

নিলজ্জ তাই সবার পিঠেই

বসায় মরণ ঘা।

.

ঘায়ে ঘায়ে পুরো জাতি

নিলাজ হয়ে উঠে;

নিলাজেরা লাগাম ছাড়া

ঘোড়া নিয়েই ছোটে।

.

সলাজ নিলাজ মুখোমুখি

বাজে রণের ডংকা,

এসব দেখে কবির মনে

লাগলো ভীষণ শংকা।

.

তাই কবি আজ এলসি খোলে

লজ্জা করতে আমদানী,

এটাই আজকে খুব দরকার;

যদিও আমি কম জানি।

.

পার্সিয়াল আর ট্রান্স শিপমেন্ট

সবই আজকে এলাউড,

হাই ভ্যালুতেও লজ্জা কিনব-

নিলাজ বেচবো বলিউড।

.

৩০/০৪/২০১৫

বিষয়: সাহিত্য

১১২২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317583
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধুর মশাই!!!!
এই যুগে লজ্জা খূজতে নাই!
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১১:০০
258692
egypt12 লিখেছেন : আপনার কথা শুনে লজ্জা পেলুম Rolling Eyes
317596
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৪
আফরা লিখেছেন : যখন কোন মানুষ লজ্জা হারিয়ে ফেলে সে যা ইচ্ছা তাই করতে পারে ।
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৬
258712
egypt12 লিখেছেন : তাই তো দেখা যাচ্ছে Broken Heart
317597
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৫
আবু জারীর লিখেছেন : লজ্জা পুড়ে কয়লা হয়ে গেছে আর সেই কয়লা পুড়িয়ে সুশীল আর হলুদ মিডয়া কাবাব খাচ্ছে।
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৬
258713
egypt12 লিখেছেন : খুবই মজার কাবাব Clown
317599
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৮
হতভাগা লিখেছেন : লজ্জা নারীর ভূষন । সেই নারীই যদি এটাকে ছাড়তে পারে তাহলে এটার আর থাকার কি দরকার ।
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৭
258714
egypt12 লিখেছেন : তাই লজ্জা আমদানী করা আবশ্যক Straight Face
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৬
258730
হতভাগা লিখেছেন :




৩০ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৪
258743
egypt12 লিখেছেন : এই লজ্জাকে আনা যাবে না ভাই Tongue
317622
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : একটা লজ্জাহীন মন্তব্য করতে চাইলাম কিন্তু লোকলজ্জার ভয়ে করতে পারলাম না। Worried Worried
৩০ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৪
258744
egypt12 লিখেছেন : তাঁর মানে আপনার কাছে এখনো লজ্জার অভাব হয়নি Waiting
317631
৩০ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর বলেছেন।
৩০ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৬
258748
egypt12 লিখেছেন : ধন্যবাদ সন্ধাতারা Love Struck
317652
৩০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : মহান কবি এলসি খুলে
লজ্জা করবে আমদানী,
লজ্জা পাবেন বলিউডে,
আরও পাবেন জার্মানী৷
লজ্জা আছে কলকাতাতে,
তসলীমা তার নাম জানি,
লজ্জা পাবেন হলিউবে,
ভেজাল ছাড়া খান্দানী৷
০২ মে ২০১৫ সকাল ১০:১৮
258818
egypt12 লিখেছেন : হুম তাসলিমার লজ্জা হবে না Talk to the hand
317654
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৮:০২
নিমু মাহবুব লিখেছেন : পার্সিয়াল আর ট্রান্স শিপমেন্ট

সবই আজকে এলাউড,

হাই ভ্যালুতেও লজ্জা কিনব-

নিলাজ বেচবো বলিউড।


চমৎকার!!!

একদা আমাদের দেশে লজ্জা ছিল
লজ্জার অনেক শরম ছিল
শরমের অনেক লাজ ছিল
লাজের অনেক হায়া ছিল
হায়ার অনেক দাম ছিল
,
,
,
এখন কিছুই নাই
০২ মে ২০১৫ সকাল ১০:১৮
258819
egypt12 লিখেছেন : আচ্ছে হা-লাজ Tongue
318972
০৯ মে ২০১৫ সকাল ০৯:১১
আওণ রাহ'বার লিখেছেন : হুজুর হয়ে বিয়ের কথা মুখে বলো সরম লজ্জা নাই
Nail Biting Nail Biting Nail Biting Nail Biting Nail Biting Nail Biting Nail Biting Nail Biting Nail Biting Nail Biting
১০ মে ২০১৫ সকাল ১১:০৪
260305
egypt12 লিখেছেন : ??? Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File