হা-লাজ (লজ্জার অভাব)
লিখেছেন লিখেছেন egypt12 ৩০ এপ্রিল, ২০১৫, ১০:২৯:৫২ সকাল
লজ্জার গুদাম?
লাগলো আগুন-
কারখানা আজ বিকল!
তাই জাতিকে বাঁধলো কষে
নিলজ্জ এক শেকল।
.
হায়রে হায়- কি উপায়!
লজ্জা কোথায় পাই?
ফায়ার ব্রিগেড আসার আগেই
লজ্জা পুড়ে ছাই।
.
আজ; লজ্জা খুঁজি মিডিয়াতে
আর; লজ্জা খুঁজি কোর্টে,
তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াই
চট্রগ্রামের পোর্টে।
.
লজ্জা খুঁজি মাঠ-ঘাটে
আর- লজ্জা খুঁজি পার্কে;
বন্য পশুর লাজ লাগে
তাই যুগল বন্দি ডার্কে।
.
আমাদের আজ লাজ লাগেনা
টিএসসিতে প্রমাণ;
নিলজ্জতা পাহাড়সম
ভাংতে লাগবে কামান।
.
লজ্জার মা?
হারিয়ে তোলে
সন্তান হারা মাতম,
মায়ের মনে একটি প্রশ্ন-
কে করল খতম!?
.
লজ্জার কোন শত্রু নেইকো-
তবুও তাকে কারা?
গুম করে আর হারিয়ে দিয়ে
হাসছে পাগল পারা!
.
কন্যা শোকে পাগল হয়ে
মরেই গেলো মা,
নিলজ্জ তাই সবার পিঠেই
বসায় মরণ ঘা।
.
ঘায়ে ঘায়ে পুরো জাতি
নিলাজ হয়ে উঠে;
নিলাজেরা লাগাম ছাড়া
ঘোড়া নিয়েই ছোটে।
.
সলাজ নিলাজ মুখোমুখি
বাজে রণের ডংকা,
এসব দেখে কবির মনে
লাগলো ভীষণ শংকা।
.
তাই কবি আজ এলসি খোলে
লজ্জা করতে আমদানী,
এটাই আজকে খুব দরকার;
যদিও আমি কম জানি।
.
পার্সিয়াল আর ট্রান্স শিপমেন্ট
সবই আজকে এলাউড,
হাই ভ্যালুতেও লজ্জা কিনব-
নিলাজ বেচবো বলিউড।
.
৩০/০৪/২০১৫
বিষয়: সাহিত্য
১১৫৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই যুগে লজ্জা খূজতে নাই!
লজ্জা করবে আমদানী,
লজ্জা পাবেন বলিউডে,
আরও পাবেন জার্মানী৷
লজ্জা আছে কলকাতাতে,
তসলীমা তার নাম জানি,
লজ্জা পাবেন হলিউবে,
ভেজাল ছাড়া খান্দানী৷
সবই আজকে এলাউড,
হাই ভ্যালুতেও লজ্জা কিনব-
নিলাজ বেচবো বলিউড।
চমৎকার!!!
একদা আমাদের দেশে লজ্জা ছিল
লজ্জার অনেক শরম ছিল
শরমের অনেক লাজ ছিল
লাজের অনেক হায়া ছিল
হায়ার অনেক দাম ছিল
,
,
,
এখন কিছুই নাই
মন্তব্য করতে লগইন করুন