***কবির চোখ***

লিখেছেন লিখেছেন egypt12 ২১ এপ্রিল, ২০১৫, ১২:৪১:০৫ দুপুর



নব কবির কাব্য চোখে

আগের তুমিই ভালো ছিলে-

অতঃপর কত দিন প্রস্থান!

আবার অন্য রূপে এলে।

.

যুবকের দু চোখে

আগের তুমিই ভালো ছিলে;

তবু নতুন রূপে

পুরান দোলা আনলে দিলে।

.

তুমি তো জানো না

কবির চোখ কখনই;

চিত্র শিল্পীর চোখের

চেয়ে কম যে নয়!

.

কবি আঁকে অবয়ব

কবিতার ঐ ছন্দে;

চিত্রকর করে এটা

কাঁচা রঙের গন্ধে।

.

জেনো স্বপ্ন আঁকার বেলা-

কেউ নয় ক’ম,

তাই নতুন সৃষ্টিতেও

দুজনেই স’ম।

.

তবু কবি দুঃখ পেলে

কাব্যে অশ্রু ফেলে

চোখে জল আনে না;

এমন ক্ষেত্র পেলে

চিত্র শিল্পী করে কি?

এ কবি তা জানেনা।

.

২১/০৪/২০১৫

বিষয়: সাহিত্য

৯৯২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316116
২১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫১
257224
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপুLove Struck
316125
২১ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৭
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৯
257247
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Love Struck
316131
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : তুমি তো জানো না

কবির চোখ কখনই;

চিত্র শিল্পীর চোখের

চেয়ে কম যে নয়!

.

কবি আঁকে অবয়ব

কবিতার ঐ ছন্দে;
**************
দারুন অনুভুতি....!!! অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৯
257248
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck
আপনাকেও ধন্যবাদ মুন্সি ভাই
316158
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লাঠি দেখি এই কবির জন্য ও লাগবে!
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২২
257266
egypt12 লিখেছেন : ক্যান সবুজ ভাই Surprised
316163
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
শেখের পোলা লিখেছেন : পাশা পাশি দুটি চিত্র অংকন করলেন, আপনি কোন পক্ষে? দুপক্ষই ভাল কি বলেন?
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২২
257267
egypt12 লিখেছেন : আমি কবির পক্ষে; হুম দু পক্ষই ভালো Tongue Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File