এতিম কাব্য (ওয়ার্ল্ড অরফান সেন্টার কতৃক ঘোষিত ওয়ার্ল্ড অরফান ডে উপলক্ষে লিখিত)

লিখেছেন লিখেছেন egypt12 ১৩ এপ্রিল, ২০১৫, ১২:৫১:২৫ দুপুর



রুক্ষ শরীর শুষ্ক বদন

দেখি পাজরের হাড়,

পারছেনা তবু বইছে দেখি

বড় বস্তার ভার।

.

কতই বয়স! চৌদ্দ হবে?

এর বেশী হবেনা,

বেদনার ভার একশ কুড়ি

কেউ সেটা জানেনা।

.

বাপটারে সে হারিয়েছে জানো!?

সাত-আট বছরে,

সেই থেকে শুরু বোঝা বেড়ে চলে

নাবালক পাজরে।

.

বাবার স্বজন ত্যাজ্য করেছে

বোঝা কমিয়েছে হায়,

সেই থেকে তার নানার বাড়িতে

আশ্রয় জুটে যায়।

.

কিছুদিন পর মা হয়ে যায়

অন্য ঘরের বউ,

অভাগার বুঝি আল্লা ছাড়া

রইলোনা আর কেউ।

.

সেই দুঃখ পেয়ে রাস্তাকে করে

নিজের বাসস্থান,

প্রতি নিয়তই বইছে বুকে

অনিঃশেষ অভিমান।

.

অসহায় বলো-নিঃস্ব বলো

যদি বলো নীচ-হীন,

এতিম বলিয়া শুনবে সবই;

পৃথিবীটা মায়াহীন।

.

মায়াহীন এই বিশ্বের বুকে

নিয়ত কতই আশা,

নিঃস্ব হয়ে রিক্ত হয়ে

হারায় মুখের ভাষা।

.

অব্যক্ত সেই ভাষা গুলো যদি

পেতো ভরসার হাত,

কমে যেতো তবে পৃথিবীর বুকে

এতিম আর্তনাত।

.

সব মিলে এসো চেষ্টা চালাই

ফোঁটাতে হাসির ফুল,

মিলে মিশে আজ তুলতে এসো

নীরব ব্যাথার হুল।

.

এতেই কমবে সমাজের দায়

বহু বোবা অভিমান,

পতনের কালে টেনে তুলি চলো

মানবের সম্মান।

.

১২/০৪/২০১৫

বিষয়: সাহিত্য

১০৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314599
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৬
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৬
255511
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
314602
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২২
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৬
255512
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck
314607
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২১
আশাবাদী যুবক লিখেছেন : দারুণ ছন্দে অসাধারণ এক কবিতা
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০
255878
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাইজান
314920
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
শেখের পোলা লিখেছেন : চালিয়ে জান৷ সাথে আছি৷ ধন্যবাদ৷
১৪ এপ্রিল ২০১৫ রাত ১১:১৩
255983
egypt12 লিখেছেন : চলছে গাড়ী যাত্রাবাড়ী- শেষ কোথা জানি না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File