***ক্রনিক ব্যাথার কাব্য***
লিখেছেন লিখেছেন egypt12 ৩১ মার্চ, ২০১৫, ০২:২২:৪৪ দুপুর
জানি আবার দেখা হবে-
একবার নয়, বারবার;
জেনো পৃথিবীটা গোল।
অবহেলা-মিথ্যায় হৃদয়
করলে ছারখার,
জীবন পেলো তীব্র
আঘাতের দোল।
.
সেই দোল সামলাতে গিয়ে-
অনেক করেছি;
বিবেকের সাথে যুদ্ধ,
তবু পোড়া মনের কোন এক কোনে
তুমি রয়ে গেছ, আংশিক নয় শুদ্ধ।
.
দিনে দিনে তোমার জায়গা কমেছে-
তবু;
নিঃশেষ হলে না,
অথচ আমায় রেখেছিলে মুখে-
মনে তো জায়গা দিলে না!?
.
সেই ছলনায় জ্বলে-হয়েছি খাঁটি;
হয়েছি বুদ্ধিমান,
বুদ্ধি কিছুটা ক্ষতির হলেও
তোমারই অবদান।
.
হতে চেয়েছি খাঁটি প্রেমিক-
পেয়েছি আমের আঁটি,
ওদিকে ভরেছে আমের রসে
তোমার চাওয়ার বাটি।
.
তোমার বাটিটা সুখে ভরা আজ-
আমার বাটিটা শূন্য,
অনেকেই আজ গণ্য তোমার
আমি-ই যে নগণ্য।
.
তবুও জেনেছি তোমারও এসেছে
ভয়ানক দুর্দিন,
আমাকে যা দিলে-ফিরে পাবে তা,
উবে যাবে শুভদিন।
.
৩০/০৩/২০১৫
বিষয়: সাহিত্য
৮৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ক'টা লাইন খুব ভাল লেগেছে। আপনার কবিতায় চরম সত্য ফুটে উঠেছে।
যাক যা গেছে তা যাক।
কবিতাটা অনেক সুন্দর হয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন