★চামারের পরকাল★
লিখেছেন লিখেছেন egypt12 ২৭ মার্চ, ২০১৫, ০৩:১৭:১৪ দুপুর
আজ জেগেছে জুব্বা ওয়ালা
গদীর লোভী চামার দল,
মার্কিনীদের ভয়ে যারা
নিত্য খসায় হলুদ মল।
.
হলুদ মলে আছাড় খেয়ে
নিত্য তারা তেল তোলে,
তেলের টাকায় রুক্ষ বদন
নিত্য হচ্ছে তেলতেলে।
.
তেলতেলে আর নাদুস নুদুস
গতর রাখতে চাই এসি,
এসির সুখটা রাখতে চলে
ভুলের সাথে খুশনুটি।
.
তাইতো তারা নিজের বুলেট
ছোড়েনা তেল আবিবে,
নিজের নিরাপত্তা খোঁজে
আলকায়েদা- শাবাবে।
.
আলকায়েদা, আইএসএল
আর শাবাব খেলে ধরা,
জুব্বা খুলে আপন রূপে
বেরিয়ে আসে তারা।
.
যেমন আগে এসেছিল-
পদলেহী সাদ্দাম,
প্রভুর! কর্ম হয়ে গেলে
থাকে কি ভাই এদের দাম?
.
ওই দালাল তো মরেছিল-
প্রভুর হাতে বেঘোরে,
তবুও আজ নব্য দালাল
ঘুমিয়ে কাটায় অঘোরে।
.
যখন কাটবে ন-ব দালালের
কুম্ভকর্ণ অঘোর ঘুম,
দেখবে তখন মৃত্যু হাজির;
দিচ্ছে তাদের গভীর চুম।
.
গভীর চুমে কবর দেশ;
তারও পরে হাশর হবে শেষে,
এদের উচিত বিচার হবে;
দাড়িয়ে রবে অপরাধীরর বেশে।
.
২৭/০৩/২০১৫
বিষয়: সাহিত্য
১১৪৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তেমনই পাবে ফল৷
তবুওতো হয়না সোজা,
পদলেহী দল৷
নবী এলেন ওদের দেশে,
কোরান এল সাথে,
আচার তাদের নাস্তিকের
আর মুসলীম ওরা জাতে৷
কবিতার প্রতি লাইনে লাইনে সুবিধাবাদীদের মুখোশ উন্মোচিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে।
আপনি এখন অনিয়মিত, কারণ জানতে পারি?
নবীজী উনাদের এখানে এসেছিলেন বলেই বেশীর ভাগ মুসলমানেরাই সৌদি আরবকে খুব শ্রদ্ধা ও সমীহের চোখে দেখে ।
জাতি হিসেবে তারা কি খুব ঐক্যবদ্ধ ? তাদের চেয়ে কি এশিয়ার পূর্বের মুসলমানরা কি কম মুসলমান ? ভারত-পাকিস্তান-বাংলাদেশ-ইন্দোনেশিয়াতে যত মুসলমান আছে তত মুসলমান তো মধ্যপ্রাচ্যেও নেই ।
আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেহেই থাকতো হামেশা । তারা একে অন্যের মর্যাদা সহ্য করতেই পারতো না ।
রাসূল (সাঃ) যে গোত্রে এসেছিলেন তার বিরোধী গোত্র গুলো তো এখনও সেখানে বিদ্যমান , বা সহস্রাব্দি ধরে তাদের মধ্যে যে বিরোধিতার বীজ রোপিত হয়েছে আজও তার প্রমান পাওয়া যায় ।
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন