★চামারের পরকাল★

লিখেছেন লিখেছেন egypt12 ২৭ মার্চ, ২০১৫, ০৩:১৭:১৪ দুপুর



আজ জেগেছে জুব্বা ওয়ালা

গদীর লোভী চামার দল,

মার্কিনীদের ভয়ে যারা

নিত্য খসায় হলুদ মল।

.

হলুদ মলে আছাড় খেয়ে

নিত্য তারা তেল তোলে,

তেলের টাকায় রুক্ষ বদন

নিত্য হচ্ছে তেলতেলে।

.

তেলতেলে আর নাদুস নুদুস

গতর রাখতে চাই এসি,

এসির সুখটা রাখতে চলে

ভুলের সাথে খুশনুটি।

.

তাইতো তারা নিজের বুলেট

ছোড়েনা তেল আবিবে,

নিজের নিরাপত্তা খোঁজে

আলকায়েদা- শাবাবে।

.

আলকায়েদা, আইএসএল

আর শাবাব খেলে ধরা,

জুব্বা খুলে আপন রূপে

বেরিয়ে আসে তারা।

.

যেমন আগে এসেছিল-

পদলেহী সাদ্দাম,

প্রভুর! কর্ম হয়ে গেলে

থাকে কি ভাই এদের দাম?

.

ওই দালাল তো মরেছিল-

প্রভুর হাতে বেঘোরে,

তবুও আজ নব্য দালাল

ঘুমিয়ে কাটায় অঘোরে।

.

যখন কাটবে ন-ব দালালের

কুম্ভকর্ণ অঘোর ঘুম,

দেখবে তখন মৃত্যু হাজির;

দিচ্ছে তাদের গভীর চুম।

.

গভীর চুমে কবর দেশ;

তারও পরে হাশর হবে শেষে,

এদের উচিত বিচার হবে;

দাড়িয়ে রবে অপরাধীরর বেশে।

.

২৭/০৩/২০১৫

বিষয়: সাহিত্য

১১৪৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311339
২৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৩
নূর আল আমিন লিখেছেন : অসাধারণ লিখছেন ভাই মোনাফিকদের বৈশিষ্ট উঠে এসেছে
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:৫৫
252996
egypt12 লিখেছেন : ধন্যবাদ আমিন ভাই
311341
২৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫০
আহমেদ ফিরোজ লিখেছেন : চমৎকার লিখছেন.....
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:৫৫
252997
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
311344
২৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সারছে চুমু দিবে নাকি? Kiss Kiss Kiss
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:৫৬
252999
egypt12 লিখেছেন : আড়ালে তো ভালোই চলে তাদের Frustrated
311359
২৭ মার্চ ২০১৫ রাত ০৮:২৯
শেখের পোলা লিখেছেন : যেমন কর্ম করবে তারা,
তেমনই পাবে ফল৷
তবুওতো হয়না সোজা,
পদলেহী দল৷
নবী এলেন ওদের দেশে,
কোরান এল সাথে,
আচার তাদের নাস্তিকের
আর মুসলীম ওরা জাতে৷
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:৫৭
253001
egypt12 লিখেছেন : ওদের জনগণ নয় রাজ পরিবার দায়ী...তাদের গদি লাগবেই ইসলাম ধ্বংস হলেও ওদের কিছু যায় আসে না।
311374
২৭ মার্চ ২০১৫ রাত ১০:৫২
আব্দুল গাফফার লিখেছেন : অনেক দিন পরে! অসাধারণ খুব ভাল লাগলো । ধন্যবাদ
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:৫৭
253002
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই Love Struck
311388
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইয়েমেন এর বিষয়ে সৈাদি সিদ্ধান্ত কে ১০০% সমর্থন করি!
২৮ মার্চ ২০১৫ রাত ১২:১৩
252466
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি কারণে করেন আমাদের কেও জানান। দেখি সমর্থন করা যায় কি না!
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:৫৮
253003
egypt12 লিখেছেন : কারণ ওরা শিয়া মুসলিম এরা তথাকথিত সুন্নী আর কোন কারণ আছে কি?
311394
২৮ মার্চ ২০১৫ রাত ১২:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : খুশনুটি?

কবিতার প্রতি লাইনে লাইনে সুবিধাবাদীদের মুখোশ উন্মোচিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে।

আপনি এখন অনিয়মিত, কারণ জানতে পারি?
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:৫৮
253004
egypt12 লিখেছেন : নতুন জবে ব্যস্ততা Broken Heart
311420
২৮ মার্চ ২০১৫ সকাল ১০:১৫
হতভাগা লিখেছেন : সৌদিদের নিষ্ক্রিয়তার কারণেই আরব বিশ্ব ইহুদি-নাসারাদের মার খেয়ে যাচ্ছে ।

নবীজী উনাদের এখানে এসেছিলেন বলেই বেশীর ভাগ মুসলমানেরাই সৌদি আরবকে খুব শ্রদ্ধা ও সমীহের চোখে দেখে ।

জাতি হিসেবে তারা কি খুব ঐক্যবদ্ধ ? তাদের চেয়ে কি এশিয়ার পূর্বের মুসলমানরা কি কম মুসলমান ? ভারত-পাকিস্তান-বাংলাদেশ-ইন্দোনেশিয়াতে যত মুসলমান আছে তত মুসলমান তো মধ্যপ্রাচ্যেও নেই ।

আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেহেই থাকতো হামেশা । তারা একে অন্যের মর্যাদা সহ্য করতেই পারতো না ।

রাসূল (সাঃ) যে গোত্রে এসেছিলেন তার বিরোধী গোত্র গুলো তো এখনও সেখানে বিদ্যমান , বা সহস্রাব্দি ধরে তাদের মধ্যে যে বিরোধিতার বীজ রোপিত হয়েছে আজও তার প্রমান পাওয়া যায় ।
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:৫৯
253006
egypt12 লিখেছেন : রাসুলের বিদায় হজের ভাষণ মাথায় থাকলে ওদের আলাদা দাম দেয়ার মানষিকতা আর থাকবে না।
312423
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

জাযাকাল্লাহ
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৭
253473
egypt12 লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File