"""কুরবানীর শিক্ষা"""
লিখেছেন লিখেছেন egypt12 ০৪ অক্টোবর, ২০১৪, ০১:৩৮:১৭ দুপুর
এসো ভাই ঈদের দিনে
পড়তে নামাজ ঈদগাহে যাই,
নতুন রূপে শুদ্ধ হয়ে
জীর্ণশীর্ণ তরিটি বাই।
.
আহা ঈদের দিনে দামী পশু
কোরবানী দিই,
মনের পশুর অবস্থা কি
খোঁজ টাকি নিই?
.
সবাই ঈদের পশুর
গোস্ত খেয়ে মোটাতাজা,
বেশী টাকার কোরবানীতে
ভাবের রাজা।
.
রাজার ভাবখানা তো
সাঙ্গ হবে হাসর মাঠে,
মনে পশুই টেনে নেবে
দোজখ ঘাটে।
.
চলো বনের পশু মারার আগে
মেরে ফেলি মনের পশু,
অন্ধ কর্ম ছাড়ো বন্ধু
আর ছুটো না ভুলের পিছু।
.
এটাই হলো ঈদুল আযহার
সঠিক শিক্ষা আত্মশোধন,
নিজের শোধন ছাড়া বৃথা
অর্জিত সব ধর্মীয় জ্ঞান।
.
০৪.১০.১৪
বিষয়: সাহিত্য
১০৮২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লাভ হবে না পশু কিনে,
মনুষ্যত্বতের প্রকাশ বিনে।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতি তা মুমিন হ্রদয় এই শুভ কামনা সবার জন্যে...।
লাভ হবে না পশু কিনে,
মনুষ্যত্বতের প্রকাশ বিনে। সহমত
"আহা ঈদের দিনে দামী পশু
কোরবানী দিই,
মনের পশুর অবস্থা কি
খোঁজ টাকি নিই?"- খুব চিন্তায় ফেলে দিলেন ভাই।
সুন্দর কবিতাটিতে অনেক কিছু ছন্দে তুলে ধরেছেন। অনেক ভালো লেগেছে। জাজাকাল্লাহু খাইর।
মনের পশু আজব পশু-
হয়না মরণ কিছুতেই
কুরবানিতে জবাই করি-
বছর ঘুরে যে-কে-সেই
মেরে ফেলি মনের পশু,
অন্ধ কর্ম ছাড়ো বন্ধু
আর ছুটো না ভুলের পিছু ।অনেক ভাল লাগল ।
খোঁজ টাকি নিই?
গভীর চিন্তার বিষয়|
তবে কবিতা সুন্দর হয়েছে|ধন্যবাদ ভাইয়া|
মন্তব্য করতে লগইন করুন