***বুয়েটের হালচাল***

লিখেছেন লিখেছেন egypt12 ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪৮:৩৫ সকাল



শান্ত বুয়েটে ওঠে

হই হই রব,

সোনার ছেলেরা বলে

ভাঙবোই সব।

.

তাই চলে মিছিল আজি

বুয়েটের বুকে,

ভিসি গদি ছাড়বেনা

দিন কাটে সুখে।

.

এমন গদি কি বল

বার বার পায়।

ভিসিই দাড়িয়ে হাসে

ঘসেটির ছায়।

.

পক্ষে মিছিল চলে

ও-পক্ষেও চলে,

পক্ষের লোকেরাই

জেনুইন ছেলে।

.

মজা নিয়ে চলেছে

বুয়েটের বুকে,

বুয়েটে কমার্স পড়ে

দিন কাটে সুখে।

.

শুধু তো কমার্স নয়

সব কিছু চাই,

বাংলা পড়বো আমি

এই মন চায়।

.

মনের চাওয়াটা ভিসি

করুন কবুল,

ভিসিই রেগে-তো বলে

চুপ যা আবুল।

.

০৩/০৮/২০১২

বিষয়: সাহিত্য

১০৭৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268077
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৭
কাহাফ লিখেছেন :

সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো সহ অন্যানগুলোর বর্তমান করুণ চিত্র ফুটে উঠেছে ভয়াবহ ভাবে।
এখনই ব্যবস্হা না নিলে পরে পস্তায়েও লাভ হবে না কোন।
অনেক ধন্যবাদ উপস্হাপনার জন্যে......।
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০১
211841
egypt12 লিখেছেন : তবে বুয়েটে কমার্সসহ অন্যান্য বিভাগ খুললে মন্দ হয়না কি বলেন Tongue
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৩
211848
কাহাফ লিখেছেন :
Good Luck গার্হস্হ্য বিষয় খুললে আরো ভালো হবে.......
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
211850
egypt12 লিখেছেন : মন্দ হয়না Happy
268114
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৯
ফেরারী মন লিখেছেন : বিশ্ববিদ্যালয়গুলো আজকাল আর ভালো মানুষ তৈরি করে না। বানায় সন্ত্রাসী।
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৭
211871
egypt12 লিখেছেন : সন্ত্রাসী শিক্ষকেরা এদের উৎসাহ দেয়...তাদের দরকার শুধু ক্ষমতা...সম্মান দরকার নেই Frustrated
268129
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৫
সুশীল লিখেছেন : ফেরারী মন লিখেছেন : বিশ্ববিদ্যালয়গুলো আজকাল আর ভালো মানুষ তৈরি করে না। বানায় সন্ত্রাসী।
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০১
211900
egypt12 লিখেছেন : সুশীল কিছু বলবেন না?
268149
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১৬ নং থেকে এক লাফে ভিসি!!
তার কাছে আর আছে কি???
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
211908
egypt12 লিখেছেন : ঐ যে কমার্স ফ্যাকাল্টি Tongue
268168
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০১
মামুন লিখেছেন : শেষ পর্যন্ত বুয়েটও এভাবে অশান্ত হয়ে যাবে ভাবি নাই।
ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।
ছন্দ এবং অন্ত্যমিলগুলো অনেক ভালো লেগেছে।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose Good Luck Good Luck Rose Rose Rose
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
211935
egypt12 লিখেছেন : সোনার ছেলে যেখানেই যাবে সোনালি রঙের আগুনও সেখানেই যাবে। Tongue
268173
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২০
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : ভিসির উক্তি হতে পারে=
লাগাও আগুন!! ভাঙ্গ তালা!!
লাভ হবেনা কিন্তু এই বেলা!!
নেত্রীকে খুশি রেখে হলাম আমি সর্বসেবা!!
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
211936
egypt12 লিখেছেন : হুম এসবই হচ্ছে... :((
268199
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৫
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৭
214399
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপু Love Struck
268274
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৫
মুিজব িবন আদম লিখেছেন : কমার্স নয়,ইয়ার্কি ফ্যাকাল্টি। বুয়েটে আর্কিটেকচার শব্দটি নানা কারনে ইয়ার্কিটেকচার বলা হত। অধুণা তারই শাসন। তাই কী আশা করছেন??
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৭
214400
egypt12 লিখেছেন : হুম এটা মন্দ প্রস্তাব নয় আমি আপনি একসাথে ভর্তি হতে পারি Tongue
268337
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
শেখের পোলা লিখেছেন : সোনার ছেলেরা কাজ চায়৷ এটাই তাদের কাজ৷ তাই দরদ দিয়ে করে৷
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৮
214401
egypt12 লিখেছেন : অসম্ভব উন্নত কাজ Angel
১০
268540
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৪
বুসিফেলাস লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৮
214402
egypt12 লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১১
269519
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১০
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার ভাষায় দারুণ অভিব্যক্তি। চমতকার। ধন্যবাদ।
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৮
214403
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই Love Struck
১২
273696
১২ অক্টোবর ২০১৪ রাত ১০:২০
বিনীত তারেকুল ইসলাম লিখেছেন : আহ্ আফসোস। আমার ছোট ভাই এইবার ঢাকা ভার্সিটিতে টিকার পরে এখন সামনে বুয়েটের ভর্তিপরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি জানতো এই অবস্থা ওর এবং স্বপ্নাতুর মেধাবী ছাত্র-ছাত্রীদের কাঙ্ক্ষিত এই শিক্ষাঙ্গনের!!
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪১
218133
egypt12 লিখেছেন : আমাদের সকল আশা ভরসার স্থানগুলোতে নষ্ট পানি ঢেলে ওরা আমাদের আশাহীন করতে চায়। কিন্তু আমরা দমে গেলে চলবে না Frustrated

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File