***বুয়েটের হালচাল***
লিখেছেন লিখেছেন egypt12 ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪৮:৩৫ সকাল
শান্ত বুয়েটে ওঠে
হই হই রব,
সোনার ছেলেরা বলে
ভাঙবোই সব।
.
তাই চলে মিছিল আজি
বুয়েটের বুকে,
ভিসি গদি ছাড়বেনা
দিন কাটে সুখে।
.
এমন গদি কি বল
বার বার পায়।
ভিসিই দাড়িয়ে হাসে
ঘসেটির ছায়।
.
পক্ষে মিছিল চলে
ও-পক্ষেও চলে,
পক্ষের লোকেরাই
জেনুইন ছেলে।
.
মজা নিয়ে চলেছে
বুয়েটের বুকে,
বুয়েটে কমার্স পড়ে
দিন কাটে সুখে।
.
শুধু তো কমার্স নয়
সব কিছু চাই,
বাংলা পড়বো আমি
এই মন চায়।
.
মনের চাওয়াটা ভিসি
করুন কবুল,
ভিসিই রেগে-তো বলে
চুপ যা আবুল।
.
০৩/০৮/২০১২
বিষয়: সাহিত্য
১০৯৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো সহ অন্যানগুলোর বর্তমান করুণ চিত্র ফুটে উঠেছে ভয়াবহ ভাবে।
এখনই ব্যবস্হা না নিলে পরে পস্তায়েও লাভ হবে না কোন।
অনেক ধন্যবাদ উপস্হাপনার জন্যে......।
গার্হস্হ্য বিষয় খুললে আরো ভালো হবে.......
তার কাছে আর আছে কি???
ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।
ছন্দ এবং অন্ত্যমিলগুলো অনেক ভালো লেগেছে।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
লাগাও আগুন!! ভাঙ্গ তালা!!
লাভ হবেনা কিন্তু এই বেলা!!
নেত্রীকে খুশি রেখে হলাম আমি সর্বসেবা!!
মন্তব্য করতে লগইন করুন