***বাঁকা চাঁদের ঈদ***
লিখেছেন লিখেছেন egypt12 ২৮ জুলাই, ২০১৪, ০৭:৩৮:০২ সন্ধ্যা
আকাশের ওই বাঁকা চাঁদ দেখো
কতো দিতে পারে খুশি,
আজি এই দিনে আমরা সবাই
দুক্ষ(দুঃখ) ভুলে যে হাসি।
.
একটু চাঁদের জন্য দেখো
কতোই চিন্তা লাগে,
খুশির দিনের মায়ার কথা
এই মনেতে জাগে।
.
সারা মাসের রোজা রেখে
ঈদের মায়ায় ডুবি,
ঈদের দিনের স্বপ্ন হাজার
সুখের আঁকি ছবি।
.
যারাই দিয়েছে রোজার মাসের
অনেক অনেক দাম,
তাদের জন্য ঈদটি এসেছে
খুশির আরেক নাম।
.
ঈদের খুশি অনেক বেশি
মনের মাঝে লাগে,
স্বপ্ন হাজার ঈদ চেতনা
খুশির মায়ায় জাগে।
.
ঈদের মায়া চাঁদকে ঘিরে
চাঁদেরই উদয়ন,
দুক্ষ(দুঃখ) কষ্ট সব মুছে দেয়
খুশিরই আনয়ন।
.
১৬/০৮/২০১২
বিষয়: সাহিত্য
১২৯০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
ঈদ মোবারক
সহসা তাকায়ে দেখি,
ঈদগার পথের ধারে,
শীর্ণকায়া বৃদ্ধা দাঁড়ায়ে,
অঝরে অশ্রু ঝরে৷
দিগম্বর নাতিটি তাহার
দাঁড়ায়ে রয়েছে পাশে,
বাঁকা চাঁদ চায়না তারা।
ক্ষুধা নিবারণের আশে৷
পাখী ড্রেস, লাল জামা,
চায়না লজ্জ্বা নিবারিতে,
আসুন ভাবিপারি নাকি দিতে
কিছু নিজেদের ভাগ হতে৷
ডান-মুখী "(" নয়!
আমরা মানুষরাই শুধু বামে যেতে টানাটানি করি-
যদিও শেষসময়ে এসে সটান ডানপন্থী হয়ে যাই
আমরা মানুষরাই শুধু বামে যেতে টানাটানি করি-
যদিও শেষসময়ে এসে সটান ডানপন্থী হয়ে যাই
মন্তব্য করতে লগইন করুন