***বাঁকা চাঁদের ঈদ***

লিখেছেন লিখেছেন egypt12 ২৮ জুলাই, ২০১৪, ০৭:৩৮:০২ সন্ধ্যা



আকাশের ওই বাঁকা চাঁদ দেখো

কতো দিতে পারে খুশি,

আজি এই দিনে আমরা সবাই

দুক্ষ(দুঃখ) ভুলে যে হাসি।

.

একটু চাঁদের জন্য দেখো

কতোই চিন্তা লাগে,

খুশির দিনের মায়ার কথা

এই মনেতে জাগে।

.

সারা মাসের রোজা রেখে

ঈদের মায়ায় ডুবি,

ঈদের দিনের স্বপ্ন হাজার

সুখের আঁকি ছবি।

.

যারাই দিয়েছে রোজার মাসের

অনেক অনেক দাম,

তাদের জন্য ঈদটি এসেছে

খুশির আরেক নাম।

.

ঈদের খুশি অনেক বেশি

মনের মাঝে লাগে,

স্বপ্ন হাজার ঈদ চেতনা

খুশির মায়ায় জাগে।

.

ঈদের মায়া চাঁদকে ঘিরে

চাঁদেরই উদয়ন,

দুক্ষ(দুঃখ) কষ্ট সব মুছে দেয়

খুশিরই আনয়ন।

.

১৬/০৮/২০১২

বিষয়: সাহিত্য

১২৯০ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249126
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
আওণ রাহ'বার লিখেছেন :
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
ঈদ মোবারক
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৫
201032
egypt12 লিখেছেন : লেট মোবারক Tongue
249136
২৮ জুলাই ২০১৪ রাত ০৮:১১
আবু তাহের মিয়াজী লিখেছেন : তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৫
201033
egypt12 লিখেছেন : Good Luck Good Luck Good Luck
249141
২৮ জুলাই ২০১৪ রাত ০৮:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রোজার মাস গেল। কিন্তু ঈদের যোগ্য হয়েছি কি????
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৫
201034
egypt12 লিখেছেন : হইনাই ভাই Broken Heart
249143
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:১৭
শেখের পোলা লিখেছেন : আপনার খুশীর সাথে আমিও শামিল হলাম৷ চলুন বঞ্চিতদের খবর নিই৷
সহসা তাকায়ে দেখি,
ঈদগার পথের ধারে,
শীর্ণকায়া বৃদ্ধা দাঁড়ায়ে,
অঝরে অশ্রু ঝরে৷
দিগম্বর নাতিটি তাহার
দাঁড়ায়ে রয়েছে পাশে,
বাঁকা চাঁদ চায়না তারা।
ক্ষুধা নিবারণের আশে৷
পাখী ড্রেস, লাল জামা,
চায়না লজ্জ্বা নিবারিতে,
আসুন ভাবিপারি নাকি দিতে
কিছু নিজেদের ভাগ হতে৷
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৬
201035
egypt12 লিখেছেন : আমরাই পারি ওদের মুখে হাঁসি ফোটাতে শুধু দরকার কিছু সৎ উদ্যোগ Love Struck
249150
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:৪০
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৬
201036
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck
249159
২৮ জুলাই ২০১৪ রাত ১০:০৩
সন্ধাতারা লিখেছেন : Eid Mubarak Cheer Cheer Cheer
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৭
201037
egypt12 লিখেছেন : আপনাকেও Love Struck
249195
২৯ জুলাই ২০১৪ রাত ১২:১৩
আফরা লিখেছেন : তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম ।
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৭
201038
egypt12 লিখেছেন : Good Luck Good Luck Good Luck
249202
২৯ জুলাই ২০১৪ রাত ০১:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈদ মোবারক
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৭
201039
egypt12 লিখেছেন : আপনাকেও Love Struck
249415
৩০ জুলাই ২০১৪ সকাল ০৬:১৩
আবু সাইফ লিখেছেন : নতুন চাঁদ বাম-মুখী হয়, ")"
ডান-মুখী "(" নয়!
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৮
201040
egypt12 লিখেছেন : ডানপন্থী হয়ে গেল! Tongue
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩১
201064
আবু সাইফ লিখেছেন : নতুন চাঁদ তার সৃষ্টিকর্তা/রবের নির্দেশমত চিরকালই "ডানপন্থী"

আমরা মানুষরাই শুধু বামে যেতে টানাটানি করি-
যদিও শেষসময়ে এসে সটান ডানপন্থী হয়ে যাই
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৩
201065
আবু সাইফ লিখেছেন : নতুন চাঁদ তার সৃষ্টিকর্তা/রবের নির্দেশমত চিরকালই "ডানপন্থী" তাই ডানদিক থেকে শুরু করে

আমরা মানুষরাই শুধু বামে যেতে টানাটানি করি-
যদিও শেষসময়ে এসে সটান ডানপন্থী হয়ে যাই
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৫
201067
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
১০
250079
০২ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৬
আমি মুসাফির লিখেছেন : ঈদ নিয়ে আপনাদের অনুভুতির প্রশংসা না করে পারা যায় না। খুব ভাল লাগল।
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৮
201041
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
১১
251690
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:২১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক দিন পরে আপনার একটা কবিতা পড়লাম, অনেক ভালো লাগলো!
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৮
201042
egypt12 লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ ভাই Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File