***চির দুখী বলদ জাত***

লিখেছেন লিখেছেন egypt12 ২৬ জুলাই, ২০১৪, ১২:৪৯:২৮ রাত



তুমি বিভেদ করে চলো

শিয়া সুন্নি কুর্দি,

ওরা চালায় কমন রোলার

ঢেকে যায়ন উর্দি।

.

গর্ব করে মুখে আনো

শত কোটি মুসলমান,

বাস্তবে সব হরেক রকম;

ঐক্য ভেঙ্গে খান খান।

.

সবার মাঝে কমন খাবার

তাজা গরুর গোস্ত,

কিন্তু সবাই বায়াস করে

গালি দিয়ে মস্ত।

.

তুই শিয়া কাফের হ্যায়-

সুন্নি এতে ঢোল বাজায়;

তুই সুন্নি আকিদা-হীন;

এতেই শিয়া বাজায় বীণ।

.

মরা মারাই রোজকে রোজ

তোমার আমার রুটিন,

তাইতো সুখে মোদের মারে

ওবামা-পুতিন।

.

ওরা খুবই এলার্ট থাকে

দ্বীনের গন্ধ পেলে,

তুমি আমি গৃহ যুদ্ধে

নিত্য মরি জ্বলে।

.

চিরকালই বলদ রইবে?

বলদ খাওয়া মুসলমান!

এমনি ধারায় কেমনে পাবে?

সোনালী ওই মান ও শান!

.

তোরা নিত্য লুটিয়ে চলিস-

একে আরের ধর;

তাইতো আজরাইল খুবই বিজি

মররে তোরা মর।

.

এই মরণে লাভ কিরে ভাই?

রহিম মারে রহমান!

এভাবে কি চলবে সবাই?

দুঃখ তবে থাক বহমান।

.

২৭.০৬.১৪

বিষয়: সাহিত্য

১২২৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248231
২৬ জুলাই ২০১৪ রাত ০২:১১
আফরা লিখেছেন : মুসলমানদের নিজেদের ভিতর সব ভেদাভেদ ভুলে গিয়ে এককাতারে শামিল হোক এই কামনা করি ।
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:০৭
192787
egypt12 লিখেছেন : আপনার কামনা আল্লাহ পূরণ করে দিন Praying
248240
২৬ জুলাই ২০১৪ রাত ০২:২১
ভিশু লিখেছেন : ঐক্য ঐক্য ঐক্য চাই!
Praying Praying Praying
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:০৭
192788
egypt12 লিখেছেন : এটা এটা এটা ছাড়া উপায় নাই Frustrated
248251
২৬ জুলাই ২০১৪ রাত ০৩:১৬
সন্ধাতারা লিখেছেন : Being a Muslim we all expect unity. Jajakalla
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:০৮
192789
egypt12 লিখেছেন : এটাই আমাদের বিজয়ের পূর্ব শর্ত Happy>-
248254
২৬ জুলাই ২০১৪ রাত ০৩:২৫
বৃত্তের বাইরে লিখেছেন : হরেকরকম মুসলমান দেখে আমার সবসময় মনে হয় এরা সব এক হবে কিভাবে! কবে হবে! খুব ভাল লাগল আপনার কবিতা Rose Good Luck
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:০৮
192791
egypt12 লিখেছেন : আল্লাহ এভাবে মাইরের উপর রেখে এক কাতারে আনবেন ইনশাল্লাহ Praying
248259
২৬ জুলাই ২০১৪ রাত ০৩:৫৪
সবুজেরসিড়ি লিখেছেন : ঐক্যের বিকল্প নাই তাই ঐক্য চাই . . .
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:০৮
192792
egypt12 লিখেছেন : এটা ছাড়া উপায় নাই Love Struck
248290
২৬ জুলাই ২০১৪ সকাল ০৮:০৭
আল সাঈদ লিখেছেন : মুসলমানদের ঐক্য না থাকলে বিজয় কখনো আসাবে না। ঐক্য চাই।
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:০৯
192793
egypt12 লিখেছেন : এটাই আমাদের বিজয়ের পূর্ব শর্ত Happy>-
248299
২৬ জুলাই ২০১৪ সকাল ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : রহিম মারে করিমেরে
রাম বাবু ঐ হাঁসে,
করিমের বউ বুক চাপড়ায়,
চোখের জলে ভাাঁসে৷
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:০৯
192794
egypt12 লিখেছেন : এটাই কাম্য যারা মুসলিমদের মাঝে বিভেদ করে তাদের জন্য Frustrated
248326
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন : মাত্র তো ৩ ভাগের কথা বললেন । আরও ৭০ ভাগ আছে ।
২৬ জুলাই ২০১৪ দুপুর ০১:১৩
192822
egypt12 লিখেছেন : ৫৮ মুসলিম দেশ আটান্ন ভাগ ৫৮ পতাকা।

৪ মাজহাব

শিয়া!!!-সুন্নি!!!-ওহাবী!!!-সালাফি!!!

আরও অনেকে...তবে মাজারী ও পীর পুজারীদের বাদ দিলাম তারা তো তাদের নিজের পীরকেই সাহায্যকারী হিসেবে ডেকে থাকে।

আচ্ছা উপরের এত ভাগের মাঝে মুসলিম কে!?
248405
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩২
২৭ জুলাই ২০১৪ সকাল ০৯:২২
193101
egypt12 লিখেছেন : এত মজা লাগে ক্যারে Tongue
১০
248504
২৬ জুলাই ২০১৪ রাত ০৯:১৬
নূর আল আমিন লিখেছেন : আফসোস
২৭ জুলাই ২০১৪ সকাল ০৯:২৩
193102
egypt12 লিখেছেন : এটাই সম্বল ভাই Broken Heart
১১
249445
৩০ জুলাই ২০১৪ সকাল ০৯:৫২
আমি মুসাফির লিখেছেন : আগে আমরা সবাই মুসলমান । এর পরে বিভিন্ন মতভেদ। তাই আগে আমরা মুসলমান হয়ে কাফেরর বিরুদ্ধে লড়ব পরে আমরা ভেদাভেদ করব। তাই চাই ঐক্য।
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৫
201031
egypt12 লিখেছেন : ঐক্যের বিকল্প নেই Good Luck
১২
261118
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৬
প্রেসিডেন্ট লিখেছেন : আমাদের সঠিক উপলব্ধি হোক।
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০২
207496
egypt12 লিখেছেন : আমিন Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File