***জাতীয় ঘুম-ভুলের ঘুম***
লিখেছেন লিখেছেন egypt12 ১১ জুলাই, ২০১৪, ০৫:১১:৩৮ বিকাল
হুজুগ হুজুগ হুজুগ হুজুগ-
হুজুগে বাঙাল,
বিনো বিনো বিনোদনটা
নিয়ে সে কাঙাল।
.
বিশ্বকাপের ডামাডোলে
চলে যায় তালপট্টি,
দেখবে সামনে শুনতে হবে-
যা চলে নে গাট্টি।
.
ভাবছ কেঠা বলবে তোমায়
এম'নি যা-তা!
বলার কাজী চরম পাজি
ভার'ত মা-তা।
.
মারে তারা আদর করে
আমাকে সীমান্তে;
আমি খুঁজি ফাঁপা আশা
চ্যাতনা দিক-অন্তে।
.
চ্যাতনারে থামনা এবার
আরও দিবি যাতনা!?
পুরো জাতির সিংহভাগই
ভুলের কাজে রত না!?
.
বেশীর ভাগই ঘুমিয়ে বেঘোর
খেয়ে পিল ওই নকটিন,
তাইতো দাদা দালাল দিয়ে
পূরণ করে ডকট্রিন।
.
যায়ন ডকট্রিন-আইসেন আওয়ার-
নেহেরুর ওই ডকট্রিন,
সবই একই ধ্বংসে দুর্বল-
ধরায় আমায় রং ট্রেন।
.
বেঘোর ঘুমে ঘুমিয়ে থাকা
বলদ রূপী যাত্রীরা,
জেগে উঠো চিড়তে এ জাল-
যা ফেলেছে শত্রুরা।
.
সূর্য দেখো ওই ডুবে যায়-
পতন রোধের শেষ সময়,
কত্তো ডাকি তবু হায়রে-
মরণ বেলায় তাও ঝিমোয়!
.
উঠো উঠো দোহাই হায়রে-
আর রেখোনা ঘুমের ঘোর,
বন্ধ হলে আর পাবেনা-
স্বাধীনতার আলোক দোর।
.
১০/০৭/১৪
বিষয়: সাহিত্য
১১২৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘুমভেঙ্গে তুইওঠ,
বালিশ বিছান সব হারালি,
ধরেছে লুঙ্গীর খোঁট৷
পতন রোধের শেষ সময়,
কত্তো ডাকি তবু হায়রে-
মরণ বেলায় তাও ঝিমোয়!
মন্তব্য করতে লগইন করুন