***আকাশের জন্য***

লিখেছেন লিখেছেন egypt12 ২২ জুন, ২০১৪, ১১:১৫:৩০ সকাল



আকাশ ভাইরে থেমে যা না

আর কাঁদিস না তুই,

আমরা তো ভাই ভেসে গেলাম

রোডে কাতাল রুই!

.

কাতাল রুই তো চাইনা রোডে-

রোডে গাড়ী চাই,

তিরিশ টাকার রিক্সা ভাড়া

দেড়শ দিয়ে পাই।

.

তোর জানি মন লাগছে খারাপ

আমার কি দোষ বল,

জানি গাঁয়ে নাইছে সুখে

দস্যি ছেলের দল।

.

জানি অনেক খুশি আছে

নতুন বর বধু,

জানি নতুন আশা পেলো

মাচার লাউ-কদু।

.

তবু...

আমরা যারা শহরবাসী

তারা ভালো লাইরে,

সকাল বিকেল অর্থ চিন্তা

শান্তি কোথা পাইরে!?

.

এটার সাথে যুক্ত হলো

তোমার অঝর কান্না,

কেমনে বলো শেষ হবে ভাই

গরিব মায়ের রান্না।

.

কেমনে বল অফিস করে

কেরানি মধ্যবিত্ত!?

তোমার অস্রু শান্তি হরে

অস্থির আজ চিত্ত।

.

সুরুজ ভাই তো দাগা দিলো

তুমি দিচ্ছ বন্যা,

এমন নিঠুর কেন হলে

কাঁদে টোকাই কন্যা।

.

জানি জানি আয়েস করে

বারান্দায় বসে,

তোমাকে কেউ বাহবা দিচ্ছে

কঠিন আবেশে।

.

কিন্তু তাদের সংখ্যা তো কম-

তারা চোষে মজুরী ঘাম;

.

তুমিও তাদের দলে!

.

কষ্ট পেলাম এইনা দেখে

দুঃখ পেলাম ছলে।

.

আকাশ তুমি ছল ছেড়ে দাও

তোমায় দেবো খুশি,

তোমার জন্য হরেক আশা

সবাই মিলে পুষি।

.

এমনি ধারায় কান্না করে

ভাসাইওনা নীড়,

ভাঙ্গিওনা দুখীর বসত

হইও না অধীর ।

.

তারচে বরং গরম কালে

দিও অল্প গরম,

বরষাকালে কাঁদার সময়

করো একটু শরম।

.

এতেই কমবে দুঃখ সবার

কমলে রোদের তেজ,

বরষা কালেও ঘরটা যেন

করতে না হয় সেচ।

.

২২.০৬.১৪

বিষয়: সাহিত্য

১০২৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237442
২২ জুন ২০১৪ সকাল ১১:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ জুন ২০১৪ দুপুর ১২:৫৬
184026
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সুশীল ভাই Love Struck
237469
২২ জুন ২০১৪ দুপুর ১২:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এতদিন বৃষ্টি হয়না কেন বইলা চিল্লাইসেন আর এখন বৃষ্টি কেন হয়!!!
মানুষ কোন অবস্থাতেই সন্তষ্ট হয়না।
২২ জুন ২০১৪ দুপুর ১২:৫৬
184025
egypt12 লিখেছেন : তারচে বরং গরম কালে
দিও অল্প গরম,
বরষাকালে কাঁদার সময়
করো একটু শরম।

বেশী না হয়ে কম কম হলেই তো পারে :(
237478
২২ জুন ২০১৪ দুপুর ০১:০১
জাকির হোসাইন লিখেছেন : মজা পেলাম!
২২ জুন ২০১৪ দুপুর ০১:৪০
184041
egypt12 লিখেছেন : আমার ব্লগে আপনাকে স্বাগতম জাকির ভাই Love Struck
237485
২২ জুন ২০১৪ দুপুর ০১:১১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২২ জুন ২০১৪ দুপুর ০১:৪০
184042
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সন্ধাতারা Love Struck
237495
২২ জুন ২০১৪ দুপুর ০১:৩০
আব্দুল গাফফার লিখেছেন : বাহ! চমৎকার Rose
২২ জুন ২০১৪ দুপুর ০১:৪০
184043
egypt12 লিখেছেন : ধন্যবাদ গাফফার ভাই Love Struck Tongue Angel
237534
২২ জুন ২০১৪ দুপুর ০৩:২৭
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ হে প্রিয় কবি
খুব ভাল লাগল আপনার কবিতা পড়ে। সত্যিই চমৎকার কবিতা লিখেছেন।
২৩ জুন ২০১৪ সকাল ০৮:৪৫
184347
egypt12 লিখেছেন : ধন্যবাদ প্রিয় প্রবাসী ভাই Love Struck
237535
২২ জুন ২০১৪ দুপুর ০৩:২৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
২৩ জুন ২০১৪ সকাল ০৮:৪৫
184348
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck
237545
২২ জুন ২০১৪ দুপুর ০৩:৩৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই থাহি গিরামে। গত দুই দিন ধইরা আকাশের যে কি কাইন্দন! হেতির কাইন্দনের হানিতে মোর বালিশডা বিজ্যা স্পন্স মিস্টি অইয়া গেছে।
২৩ জুন ২০১৪ সকাল ০৮:৪৫
184349
egypt12 লিখেছেন : চলেন দুইজনে মিলে স্পঞ্জ মিষ্টি ভাগ করে খাই <:-P
237760
২৩ জুন ২০১৪ রাত ০৪:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : দা.......রু.........নস।
২৩ জুন ২০১৪ সকাল ০৮:৪৬
184350
egypt12 লিখেছেন : থাঙ্কসস Happy
১০
238033
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
নূর আল আমিন লিখেছেন : হাহাহাহা
২৪ জুন ২০১৪ সকাল ০৮:৩১
184671
egypt12 লিখেছেন : Tongue Tongue Tongue
১১
238889
২৫ জুন ২০১৪ রাত ০৮:৪৪
ভিশু লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Rose Rose Rose
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
৩০ জুন ২০১৪ সকাল ০৮:৫০
186364
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
১২
240244
৩০ জুন ২০১৪ দুপুর ১২:২৮
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বাহ্‌ অনেক সুন্দর হয়েছে কবিতাটি! ভাল লাগলো !
০১ জুলাই ২০১৪ সকাল ০৯:০৯
186567
egypt12 লিখেছেন : ধন্যবাদ ইপ্সিতা আপু Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File