***বিরহীর ভাবনা***
লিখেছেন লিখেছেন egypt12 ১৯ জুন, ২০১৪, ০৯:১২:৩৫ সকাল
উদাসী মন আজ সারাক্ষণ-
ভেবে চলে কি প্রতিক্ষণ!?
আমি জানালায় দাড়াই-
আর দিগন্তে হারাই।
.
বাস্তবতা দেয় কি আমায় অবসর?
এসব কি আর মনে আছে তোর?
.
তুই তো চলিস তোরই নিয়মে,
এই মনটা বাঁধা পাষাণীর প্রেমে।
.
সেই প্রেমটা কত কষ্ট দিচ্ছে হায়!
দিবানিশি অনল জ্বলে তুই যে কাছে নাই।
.
০৭.০৩.২০১৪
বিষয়: সাহিত্য
১১৫৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গান
তোমাকে ছাড়া
লিখবো না আর
তুমিহীনা কবিতা
মন্তব্য করতে লগইন করুন