***স্বপ্ন হারা ভাবনা***
লিখেছেন লিখেছেন egypt12 ১৮ জুন, ২০১৪, ০৮:৪৮:৩৫ সকাল
জীবনের সব ভাবনা গুলো
আজ লক্ষ্যচ্যুত,
না পাওয়ার বেদনারা
আজ পুঞ্জীভূত।
.
জীবনের সব স্বপ্ন আজ
হারিয়ে আমি,
বাস্তবতার কণ্টক মাড়িয়ে
যুদ্ধে নামি।
.
জানিনা এই যুদ্ধের শেষ
হবে কোথায়?
হিসেব তো আর মিলছেনা
এই হালখাতায়।
.
জীবনের হালখাতাটি
আজ বন্ধ রেখে,
হৃদয়ের সব স্বপ্ন গুলো
বালিতে ঢেকে।
.
আমি তো হারাবো আজ
অচেনা দেশে,
সুখ তোকে খুঁজে ফিরবো
পথিক বেশে।
.
৩১.০৫.১৪
বিষয়: সাহিত্য
১১৪১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধীরে ধীরে হাটছে..
মুখে হেমিলিয়নের বাঁশি-
পেছনে ইঁদুর মিছিল !
ডুববে সূর্যাস্তের হাত ধরে-
বাংলা সাগরের বুকে,
জাতি দেখবে-
ইতিহাসের মর্মান্তিক বাস্তব,
সে উত্তম কি অধম-
তা বিবেকের উপলব্ধি,
সে ডুববে-
বিভ্রান্ত একঝাঁক মেধা নিয়ে ?
মগজ ধোলাইয়ের কারখানায়-
পরিশোধন করেছে,
প্রতিবাদিরা উদভ্রান্তের মতো-
ক্যাম্পাসের বাহিরে ?
তৃতীয় পক্ষ মানচিত্র নিয়ে-
নীল নকশাঁ আঁকছে !
ঘোলা জলে-
মৎস্য শিকারের আশায়...। ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন