(বাংলিশ কাব্য-২) ***নিউ হট কামার***

লিখেছেন লিখেছেন egypt12 ১৫ জুন, ২০১৪, ০৮:৩৯:১২ সকাল



লিসেন সি ইজ নিউ কামার

ইন দিস হট সামার,

গায়ে তার অভাব আছে

কোর্তা কিংবা জামার।

.

তাইতো সবাই ডাকে তাকে

ওহ সো হট,

তুমি হলে যৌবন রাণী-

হৃদয়ের নট।

.

তুমি করবে প্রতিদিনই

যৌবন ডিস্ট্রিবিউশন,

সবাই এটা প্রেমই বলে-

নট প্রস্টিটিউশন।

.

মেকি প্রেমে বলবে সবে

তোমায় করবে ম্যারেজ,

ঐ ফাঁদেতে তুমি হবে ময়লার

একখান গ্যারেজ।

.

গ্যারেজ যখন পারবে না আর

বইতে পাপের বোঝা,

এ্যাবরশনই করবে তখন

হিসাব সিম্পল সোজা।

.

এমনি স্রোতে যৌবন গেলে

আসবেনা আর ভ্রোমর,

তুমি হবে পরিত্যাক্ত

ফাঁস যদি হয় গোমর।

.

ওহ কিউটি;

সবই করে পরে সাজো সতী!

ভুলের ট্রেনের পথটা ছাড়ো

সৎ পথে হও ব্রতী।

.

০৫.০৫.১৪

(বাংলিশ কাব্য-১)

বিষয়: সাহিত্য

১৫৩৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234974
১৫ জুন ২০১৪ সকাল ০৯:৪৩
আহ জীবন লিখেছেন : মানুষ তখনই তার জীবনকে চিনে যখন তার জীবন থেকে কিছু হারিয়ে ফেলে।
১৫ জুন ২০১৪ সকাল ১০:০১
181633
egypt12 লিখেছেন : ঠিক ধরেছেন ভাই...তখন তার উপদেশ দেয়া ছাড়া কিছুই করার থাকেনা...আর অন্যরাও একই পথে হাটে উপদেশ নেয় না...এটাই জীবন :(
235000
১৫ জুন ২০১৪ সকাল ১১:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি ভয়ংকর!!!!

বাংলা ইংলিশ দুইটাকেই খুন করলেন।
১৫ জুন ২০১৪ দুপুর ১২:৩৭
181662
egypt12 লিখেছেন : আয় হায় আমাকে খুনি বানিয়ে দিলেন!? কি করব ভাই বাংলিশ ভাষা চলতে পারলে কাব্যের কি দোষ? Waiting phbbbbt Tongue
235016
১৫ জুন ২০১৪ সকাল ১১:৫৪
নূর আল আমিন লিখেছেন : .অসাধারণ বাস্তবতা নিয়ে কাব্যটা লিখছেন অসাম
.
..
তুমি করবে প্রতিদিনই
যৌবন
ডিস্ট্রিবিউশন,
সবাই এটা প্রেমই বলে-
নট প্রস্টিটিউশন।
১৫ জুন ২০১৪ দুপুর ১২:৩৮
181663
egypt12 লিখেছেন : আমাদের সমাজে তথাকথিত আধুনিকারা যা করে বেড়াচ্ছে এসব কি নিছক প্রেম!? Broken Heart
235029
১৫ জুন ২০১৪ দুপুর ১২:১৮
প্রবাসী আশরাফ লিখেছেন : Rose Rose Rose
বাংলিশ কাব্য ভালোই হলো
উঠেছে সত্য চিত্র ফুটে
তবুও তো তার হয়না হুঁশ
আবার বললে রাগে চটে।
Rose Rose Rose
১৫ জুন ২০১৪ দুপুর ১২:৩৮
181664
egypt12 লিখেছেন : ওরা সব হারিয়ে পরে একদিন বুঝবে রে ভাই বুঝবে
সব কারিয়ে হন্যে হয়ে বাংলিশ কবি খুঁজবে Tongue
235058
১৫ জুন ২০১৪ দুপুর ০১:১২
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
মেকি প্রেমে বলবে সবে

তোমায় করবে ম্যারেজ,

ঐ ফাঁদেতে তুমি হবে ময়লার

একখান গ্যারেজ।

চমত্কার কবিতা, সময়োপযোগি
১৫ জুন ২০১৪ দুপুর ০১:২২
181674
egypt12 লিখেছেন : ধন্যবাদ ফারুক ভাই Love Struck
235120
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:০৮
Sada Kalo Mon লিখেছেন : ওহ্ সো হট কাব্য! Love Struck Love Struck
বাস্তবতার শতভাগ প্রয়োগ, তবে আধূনিক বেইশ্যাগুলোর কাটা গায়ে নুনের চিটা পড়েছে!
১৬ জুন ২০১৪ সকাল ০৮:৩০
181897
egypt12 লিখেছেন : তাও যদি তাদের হুঁশ হয় Frustrated
235121
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:১০
আবু জারীর লিখেছেন : অসাধারণ!
কিন্তু কে শোনে কার কথা?
ধন্যবাদ।
১৬ জুন ২০১৪ সকাল ০৮:৩১
181898
egypt12 লিখেছেন : এটা শুধু ভদ্রলোকের মাথাব্যাথা Broken Heart
235248
১৫ জুন ২০১৪ রাত ১০:৩৩
শাহ আলম বাদশা লিখেছেন : প্লাস!
১৬ জুন ২০১৪ সকাল ০৮:৩১
181899
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
240839
০২ জুলাই ২০১৪ সকাল ১১:০০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মারাত্মক ফাডাফাডি কবিতা! দারুণস হইছে!
০২ জুলাই ২০১৪ সকাল ১১:২৩
186912
egypt12 লিখেছেন : ধন্যবাদ খান ভাই দোয়া করবেন Love Struck
১০
240877
০২ জুলাই ২০১৪ দুপুর ০১:৩১
আমি মুসাফির লিখেছেন : চালাতে থাকেন ।ভাল লাগছে । মানুষ ও উপকৃত হচ্ছে বলে আমার ধারণা।
ধন্যবাদ।
০৩ জুলাই ২০১৪ সকাল ০৯:১৩
187221
egypt12 লিখেছেন : আরও অনেক বাংলিশ কাব্য লিখার ইচ্ছা আছে দোয়া করবেন Tongue
১১
241075
০২ জুলাই ২০১৪ রাত ০৯:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন :
চমৎকারা চমৎকারা
লিখছেন একখান ছন্নছড়া।
০৩ জুলাই ২০১৪ সকাল ০৯:১৩
187222
egypt12 লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১২
245399
১৭ জুলাই ২০১৪ সকাল ০৯:১০
গাজী সালাউদ্দিন লিখেছেন : া হা হা, দারুণ, অসম্ভব ভাললেগেছে
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৩৭
191282
egypt12 লিখেছেন : ধন্যবাদ সালাউদ্দিন ভাই Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File