***বাবার হোটেল-আমার পণ***
লিখেছেন লিখেছেন egypt12 ১২ জুন, ২০১৪, ০৮:৫৪:২০ সকাল
সব হোটেলের সেরা হোটেল
আমার বাবার হোটেল,
পঁচিশ বছর কাটিয়ে দিলাম
হইনি আজও সেটেল।
.
বিনা টাকায় খাচ্ছি দাচ্ছি
বিধির আজব খেল!
শায়েস্তা খাঁ হার মেনেছে
পায়নি এথা বে(ই)ল।
.
সেটা আবার কেমন ছিল
টাকাতে আট মণ!?
বাবার হোটেল খরচাহীনা
ভাবছি প্রতিক্ষণ।
.
অসুখ হলে বিসুখ হলে
ছোট থেকে আজও,
বাবা মোদের সাথেই আছেন-
বছর মাসে রোজও।
.
তাই তো জানি এ এক
হোটেল খুবই নামী-দামী,
এই হোটেলটি আমায় দিলেন
মহান অন্তর্যামী।
.
খোদার কাছে দোয়া করি
ওহে রহমান,
তৌফিক দিলে প্রয়োজনে
জান হবে কোরবান।
.
যে মানুষটি আমার জন্য
হারাম করলো সুখ,
তারই শিক্ষা নিয়ে আজও
গর্বে ভরা বুক।
.
আমার কাছে আমার বাবা
নির্লোভ মহাবীর,
যার ছায়াতে উর্ধে আজও
মান-সম্মান শির।
.
ওই শিরটা নোয়াতে দেবনা
আমার ভুলের জন্য,
যোগ্য হয়ে করেই যাবো
তার খাটুনি ধন্য।
.
এটাই আমার প্রতিজ্ঞা আজ
এটাই আমার পণ,
বাবা তোমায় কথা দিলো
কলজে ছেড়া ধন।
.
২২.০৩.১৪
বিষয়: Contest_father
১৮২৫ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুউব ভালো লাগলো।
প্রিয় বাবার অবদানকে সুন্দর মূল্যায়নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি বলতে কি, বাবাদের নিঃস্বার্থ অবদান মূল্যায়িত হয় কম।
চমৎকার ছন্দময় কবিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
বিয়ের পরও এভাবে খাবেন নাকি? সেটাও ভাল। সমস্যা হচ্ছে অনেকের যখন শশুড়ের হোটেল এর প্রতি আকর্ষন বেড়ে যায়।
Loading... =
জীবন টাই loading আর unloading এর।
হারাম করলো সুখ,
তারই শিক্ষা নিয়ে আজও
গর্বে ভরা বুক"
আসলেই একবার পড়ে মন ভরেনি বলে বারবার পড়েছি। আবারও ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন