***চাই মানবের ভালোবাসা***
লিখেছেন লিখেছেন egypt12 ০১ জুন, ২০১৪, ০৮:৪৮:২৮ সকাল
বিশ্ব ভরা ভালোবাসা-
তাতো আমি দেখিনা,
ভালবাসার আসল মায়া-
আমার গায়ে মাখিনা।
.
ভালোবাসা ভালোবাসা-
বন্দনা করে যাই,
ভালবাসার রঙ্গিন ফাঁদে-
ইজ্জত লুটাই।
.
ভালোবাসা ভালোবাসা-
আমার সেরা ধন,
ভালবাসার নোংরা ফাঁদে-
আমার শরীর মন।
.
ভালোবাসা ভালোবাসা-
হোক মানবের,
আমি চাই ভালোবাসা-
লুল দানবের।
.
মায়ের জন্য বাবার জন্য-
ভালোবাসা নাই,
মানবতা বিশ্ব গড়ার-
হিম্ম'ত না পাই।
.
ভালোবাসা আজ দেখি-
আবছা আলোয় বন্দী,
নোংরা খেলা খেলতে করি-
মৃত্যু নিয়ে সন্ধি।
.
সাড়ে তিনহাত শরীর সমান-
ভালোবাসা তোমার,
এর বেশি ভালোবাসা-
চায়'নি এ মন আমার।
.
দিনে দিনে পশু হলাম-
যৌন সুখের ফাঁদে,
ওইটুকু সুখ বিলিয়ে পরে-
সবাই দেখি কাঁদে।
.
এমন ভালোবাসা দেখ-
বিশ্বে আনে ধ্বংস,
মানব আজ দানব হয়ে-
হায়েনাদের অংশ।
.
চাই মায়ার পৃথিবী-
আর;
বৈধ যৌন সুখ,
সাথে এস লড়ব আজি-
মুছতে দুখীর দুঃখ।
.
মানব আমি গঠনে নয়-
কাজেও হতে চাই,
মানবতার পৃথিবীকে'ই-
স্বাগত জানাই।
.
চাই মানবের ভালোবাসা-
দানবের নয়,
মানবের ভালোবাসায়-
বিশ্ব টিকে রয়।
.
০৩/০৬/২০১২
বিষয়: সাহিত্য
১০৭৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালোবাসা ভালোবাসা
আসলে সবই ধোকা
স্বার্থ ছাড়া ভালোবাসা
কেউতো আজ করে না
নিঃস্বার্থ ভালোবাসা
পেতে যদি চাও
নিশি রাতে প্রভুর তরে
মাথা নত করে দাও
ভালবাসা মানে জীবন নষ্ট
ভাল বাসা থাকলে রুম ভাড়া দিয়াও চলবে।
মন্তব্য করতে লগইন করুন