***দুষ্ট খোকা***
লিখেছেন লিখেছেন egypt12 ২৬ মে, ২০১৪, ০৮:৫১:৫৮ সকাল
ছোট খোকা এসো না
এসো মোর কাছে,
খোকা দেখি দূরে আজ
দাঁড়িয়েই হাসে।
.
চকোলেটি জুস দেব-
দেব যে আদর,
খোকা তবু আসেনা
করেনা কদর।
.
ফিক করে হেসে দেয়
দেয় শুধু ছুট,
কৌশলে চকোলেট
করে নেয় লুট।
.
দুষ্ট খোকা তোরে
দেখবো আজি,
ওই খোকা কাছে আয়
দুষ্ট পাজি।
.
তাই খোকা কেঁদে বলে
আমি পাজি নই,
আসতে কাছে তো লাগে
ফিরনি ও দই।
.
ফিরনি ও দই মোর
খুব মজা লাগে,
তাইতো ওটাই খেতে
খুব সাধ জাগে।
.
দেব দেব সব দেব-
দেব দই ফিরনি,
আরও দেব কত কি
দেব চাল বিরনি।(বিন্নি)
.
তবু তো কাছেই আসো
দুষ্ট খোকা,
দাঁত গুলো চেয়ে দেখ
পুষ্ট পোকা।
.
শুনে খোকা চিন্তায়
আসে মোর কাছে,
নাহ আমি বোকা নই
ফিক করে হাঁসে।
.
খোকার মায়ার হাসি
মিষ্টি মধুর,
হাসিতেই ভরে থাক
জীবনের সুর।
.
দুষ্ট খোকা মোন্তাজের বিন আহমাদের জন্য
.
১৩/০৭/২০১২
বিষয়: সাহিত্য
১২৫৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব মিথ্যে কথা
খোকাও বুঝি চকলেট দেখলে আসেনা,
আমার এক ফুফির মেয়ে চকলেটের জন্য খুবই পাগল
তো যেটা দেখবে সেটাকে চকলেট মনে করে খেতে চায়, একদনি চকলেট মনে করে একটি আস্ত বিচ্ছু গালের মধ্যে সালান করে দেয় তারপর যা হবার তা হয়েছে, গালটা ফুলে গলা গাছ হয়েছে,
এটা তো ছোট শিশুর কথা বললাম
আমার স্ত্রী যখন মহা গরম থাকে তখন একটা চকলেট দিলেই হৃদয় একবেবারেই ঠান্ডা।
তো চকলেট দিলে ছোট বড় সবাই আপনার ভক্ত হবে আশা করি,
আপনার কবিতা দারুন, ছোট বেলার কথা খুবই স্থান পায় আপনার কবিতায়
> ভালো বউ পেয়েছেন ভাই...সহজ সরল
তবুও তো ভেঙ্গে বেরিয়ে পড়লো
ধন্যবাদ
ক্যারে ভাই আম্নে কিছু কইতেন্ন!?
মন্তব্য করতে লগইন করুন