***ক্রেডিট কার্ড***

লিখেছেন লিখেছেন egypt12 ২২ মে, ২০১৪, ০৮:৪৮:৪৩ সকাল



এটি খরচ করতে মজা;

কষ্ট চক্র বৃদ্ধি বোঝা।

.

এটির ইস্যু মায়াযুক্ত-

আর উসুল মায়ামুক্ত,

শেষের বেলা হতেও পারে

হাত দুটো খুব রিক্ত!

.

তখন রিক্ত হাতে স্নিগ্ধ প্রাতে

কাঁদে মধ্যবিত্ত,

ঋণের বোঝায় কলের তাড়ায়

অস্থির হয় চিত্ত।

.

অস্থির ওই চিত্ত যখন

পায়না কোন আশা,

তখনও চলে নিষ্ঠুর ঐ

চড়া সুদের পাশা।

.

কেন ভাই তোরা ক্ষণিক সুখে

করিস এসব ব্যবহার?

আপন ভুলেই হচ্ছে যেন

সুদের এমন অত্যাচার।

.

আসুন ছাড়ি সহজ সুদের

কঠিন মায়ার ফাঁদ,

কখন বুঝবে? এটা হলো

ক্ষণিক আশার ছাদ!

.

২১.০৫.১৪

বিষয়: সাহিত্য

১১০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224501
২২ মে ২০১৪ সকাল ০৯:০৩
হতভাগা লিখেছেন : প্রেমিকার জন্য দেদারসে খরচ করতে পারার ক্রেডিট দেখানোর জন্যই ক্রেডিট কার্ডের আগমন ।
২২ মে ২০১৪ সকাল ০৯:৩৭
171714
egypt12 লিখেছেন : সুন্দর কথা বলেছেন Happy
224539
২২ মে ২০১৪ সকাল ১০:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একমত!!!!
ক্রেপিট কার্ড নিয়ে বহুত ক্রেডিটের ফাঁদে পরেছি। এখন কার্ড লক করে দিয়েছি।
কিন্তু বিয়ার আগেই কেমনে এই সমস্যা টের পাইলেন!!!!
২২ মে ২০১৪ সকাল ১১:০৭
171751
egypt12 লিখেছেন : অনেকের সাথে কথা বলে জানতে পারলাম এই ফাঁদের কথা Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File