এক কিতাবী...(সেঞ্চুরী + পোস্ট)

লিখেছেন লিখেছেন egypt12 ২১ মে, ২০১৪, ০৯:০৫:৩৪ সকাল



নয় শিয়া নয় সুন্নি

নয় কেউ ওহাবী,

আমরা সবাই একি বৃত্তের

মানে এক কিতাবী।

.

আমরা সবাই ভাই ভাই

সকল বিরোধ ভুলে যাই,

আবার আসছে সময় তাই-

এক যে আবার হতে চাই।

.

তোমার আমার বুকের মাঝে

সাবাঈ দাড়িয়ে ছিল,

মুনাফেকরা এভাবেই তাই

বন্ধন কেটে দিল।

.

আবু বকর ওমর সাথে

ওসমান ও আলী,

ইসলামেরই খেদমতে ভাই সব

দিয়েছিল ঢালি।

তাদের ঐ ত্যাগেই শান্তি(ইসলাম)

চারা হতে মেলে ডালি,

এর মাঝেতে সাবাঈরা দিল

সন্দেহ বিষ ঢালি।

.

ঐ চার মহাত্ত্বনের

কম নয় কারো অবদান,

মাঝে রইল মুয়াবিয়ার

বিতর্কিত সমাধান।

আমির তিনি হইলেন বটে

এজিদ কেন আসলো?

মাঝে হোসাইনী টাটকা রক্তে

মোদের ঐক্য ভাসলো।

.

আজ তাই করি নয়া জামানার

নয়া এক আহবান,

ইহুদি সৃষ্ট সকল দেয়াল

ভেঙ্গে করি খান খান।

.

বিভক্তি যা হয়েছে-রে ভাই

আল্লা(হ)র ইচ্ছায়,

কপালের লিখা খণ্ডাতে নারি

চেষ্টা তো করা যায়।

.

এক কিতাবের অনুসারি মোরা

ঐক্যেও এক হই,

সোনালি দিনের সোনালি আশা

ডাকছে দেখ ওই।

.

ইসলাম নামক সুগন্ধি গাছের

মুকুল-ফুল-ফল আমরা,

একসাথে যদি কাজ করে যাই

কিই-বা করবে তোমরা।(ইসলাম বিদ্বেষীরা)

.

সকলে আমরা মিলাই যে আজ

কাঁধের সাথে কাঁধ,

কেটে ফেলি ভাই যত যা-ই

বিরোধী সৃষ্ট বাঁধ।

.

শত কোটি কোটি এক কিতাবীর

সীসা ঢালা ঐ ঐক্য,

বাড়াবে আশা বাড়াবে শক্তি

মিলাবে হৃদয় সখ্য।

.

নয়া জামানার এই নবীনেরে

কেউ না যেন দোষে,

বিরোধের দ্বার বন্ধ হোক আজ

ঐক্য ঈমানী জোশে।

.

(আজ মুসলমানদের সীসা ঢালা ঐক্যের খুবই প্রয়োজন...সেই প্রেরনা থেকেই এই ছোট কবিতা কারো মনে যদি একটু দাগ কাটতে পারি এটাই ক্ষুদ্র আমার সফলতা)

২৭/০২/২০১২

বিষয়: সাহিত্য

১০৬৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224066
২১ মে ২০১৪ সকাল ০৯:৫৫
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
২১ মে ২০১৪ সকাল ১০:০২
171346
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck Love Struck Love Struck
224072
২১ মে ২০১৪ সকাল ১০:১৭
মুর্শিদউল আলম লিখেছেন : কবিতার বিষয়বস্ত খুবই ‍উত্তম।
২১ মে ২০১৪ সকাল ১০:২৩
171354
egypt12 লিখেছেন : ধন্যবাদ আলম ভাই দোয়া করবেন Happy Happy Happy
224076
২১ মে ২০১৪ সকাল ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে কবিতা লিখছেন!!!
আপনার বিরুদ্ধে কুফরির ফতোয়া দেয়া যায়।
২১ মে ২০১৪ সকাল ১০:৫৭
171373
egypt12 লিখেছেন : অনুসন্ধানী মন জানতে চাইছে ভাইজান আপনি কি মুফতি?

আর কেন কুফুরি হল?
২১ মে ২০১৪ সকাল ১০:৫৭
171376
egypt12 লিখেছেন : অনুসন্ধানী মন জানতে চাইছে ভাইজান আপনি কি মুফতি?

আর কেন কুফুরি হল?Crying Crying Crying
২১ মে ২০১৪ সকাল ১১:১০
171380
egypt12 লিখেছেন : ক্যান ভাই কি দুস করলাম Frustrated
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
171531
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গ্যাঞ্জাম ভাইএ জবাব দিয়ে দিয়েছেন
২২ মে ২০১৪ সকাল ০৮:৩৮
171699
egypt12 লিখেছেন : তাহলে এজিদকেও কিছু বলবো না Don't Tell Anyone
224077
২১ মে ২০১৪ সকাল ১০:৩৫
আব্দুল গাফফার লিখেছেন : একমত Rose
২১ মে ২০১৪ সকাল ১১:১৫
171381
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck Love Struck Love Struck
224088
২১ মে ২০১৪ সকাল ১১:১৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হযরত আমিরে মোয়াবিয়া বিন আবু সুফিয়ান (রা) ব্যাপারে এভাবে বলা ঠিক হচ্ছে না। তিনিও একজন আল্লাহর রাসুলের সাহাবী। বরং তিনি কাতেবে ওহীদের মধ্যে একজন শীর্ষস্থানীয় সাহাবী। হযরত আমিরে মোয়াবিয়া (রা) এর ব্যাপারে সামান্য একটু কলম ধরে মওদুদী সাহেব দেওবন্দীদের রোষানলের শিকার হয়েছিলেন।
২১ মে ২০১৪ দুপুর ১২:২৬
171409
egypt12 লিখেছেন : তাহলে এজিদকেও কিছু বলবো না Don't Tell Anyone
224106
২১ মে ২০১৪ দুপুর ১২:৪০
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
২১ মে ২০১৪ দুপুর ০২:৪০
171426
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
224115
২১ মে ২০১৪ দুপুর ০১:০৭
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
১০১ তম পোস্টে অভিনন্দন!
২১ মে ২০১৪ দুপুর ০২:৪০
171427
egypt12 লিখেছেন : আপনাকেও আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ Love Struck
224127
২১ মে ২০১৪ দুপুর ০১:৩১
অনেক পথ বাকি লিখেছেন : খুবই ভাল লাগলো ভাই।
২১ মে ২০১৪ দুপুর ০২:৪০
171428
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File