এক কিতাবী...(সেঞ্চুরী + পোস্ট)
লিখেছেন লিখেছেন egypt12 ২১ মে, ২০১৪, ০৯:০৫:৩৪ সকাল
নয় শিয়া নয় সুন্নি
নয় কেউ ওহাবী,
আমরা সবাই একি বৃত্তের
মানে এক কিতাবী।
.
আমরা সবাই ভাই ভাই
সকল বিরোধ ভুলে যাই,
আবার আসছে সময় তাই-
এক যে আবার হতে চাই।
.
তোমার আমার বুকের মাঝে
সাবাঈ দাড়িয়ে ছিল,
মুনাফেকরা এভাবেই তাই
বন্ধন কেটে দিল।
.
আবু বকর ওমর সাথে
ওসমান ও আলী,
ইসলামেরই খেদমতে ভাই সব
দিয়েছিল ঢালি।
তাদের ঐ ত্যাগেই শান্তি(ইসলাম)
চারা হতে মেলে ডালি,
এর মাঝেতে সাবাঈরা দিল
সন্দেহ বিষ ঢালি।
.
ঐ চার মহাত্ত্বনের
কম নয় কারো অবদান,
মাঝে রইল মুয়াবিয়ার
বিতর্কিত সমাধান।
আমির তিনি হইলেন বটে
এজিদ কেন আসলো?
মাঝে হোসাইনী টাটকা রক্তে
মোদের ঐক্য ভাসলো।
.
আজ তাই করি নয়া জামানার
নয়া এক আহবান,
ইহুদি সৃষ্ট সকল দেয়াল
ভেঙ্গে করি খান খান।
.
বিভক্তি যা হয়েছে-রে ভাই
আল্লা(হ)র ইচ্ছায়,
কপালের লিখা খণ্ডাতে নারি
চেষ্টা তো করা যায়।
.
এক কিতাবের অনুসারি মোরা
ঐক্যেও এক হই,
সোনালি দিনের সোনালি আশা
ডাকছে দেখ ওই।
.
ইসলাম নামক সুগন্ধি গাছের
মুকুল-ফুল-ফল আমরা,
একসাথে যদি কাজ করে যাই
কিই-বা করবে তোমরা।(ইসলাম বিদ্বেষীরা)
.
সকলে আমরা মিলাই যে আজ
কাঁধের সাথে কাঁধ,
কেটে ফেলি ভাই যত যা-ই
বিরোধী সৃষ্ট বাঁধ।
.
শত কোটি কোটি এক কিতাবীর
সীসা ঢালা ঐ ঐক্য,
বাড়াবে আশা বাড়াবে শক্তি
মিলাবে হৃদয় সখ্য।
.
নয়া জামানার এই নবীনেরে
কেউ না যেন দোষে,
বিরোধের দ্বার বন্ধ হোক আজ
ঐক্য ঈমানী জোশে।
.
(আজ মুসলমানদের সীসা ঢালা ঐক্যের খুবই প্রয়োজন...সেই প্রেরনা থেকেই এই ছোট কবিতা কারো মনে যদি একটু দাগ কাটতে পারি এটাই ক্ষুদ্র আমার সফলতা)
২৭/০২/২০১২
বিষয়: সাহিত্য
১০৬৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার বিরুদ্ধে কুফরির ফতোয়া দেয়া যায়।
আর কেন কুফুরি হল?
আর কেন কুফুরি হল?
১০১ তম পোস্টে অভিনন্দন!
মন্তব্য করতে লগইন করুন