***অভাগার সবই কেমন-দেরি হয়ে যায***

লিখেছেন লিখেছেন egypt12 ১৫ মে, ২০১৪, ০৮:৪২:৫৮ সকাল



বলি বলি করে করে

বলা হল না,

বাসি বাসি করে করে

(ভালো)বাসা হল না।

.

চলি চলি করে করে

চলা হল না,

পড়ি পড়ি করে করে

পড়া হল না।

.

করি করি করে করে

করা হল না,

নিশি নিশি করে করে

জাগা হল না।

.

তুমি তুমি করে করে

আমি হল না,

বিয়ে বিয়ে করে করে

প্রেমা হল না।

.

ভয় ভয় করে করে

মেশা হল না,

তেরা তেরা করে করে

মেরা হল না।

.

স্বপ্ন স্বপ্ন করে করে

কাজ হল না,

চিন্তা চিন্তা করে করে

ফেরা হল না।

.

আমার সবই এমন

হয় যে হায়,

অভাগার সবই কেমন

দেরি হয়ে যায়।

.

০৩/০৪/২০১২

বিষয়: সাহিত্য

১০৬৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221698
১৫ মে ২০১৪ সকাল ০৯:৩৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ মে ২০১৪ সকাল ০৯:৩৭
169127
egypt12 লিখেছেন : দুষ্ট পোলাকেও ভালো লাগলো Tongue
221703
১৫ মে ২০১৪ সকাল ০৯:৫৩
আহ জীবন লিখেছেন : আহ জীবন।
১৫ মে ২০১৪ সকাল ১০:৪৩
169156
egypt12 লিখেছেন : ঠিক জীবন এমনই Love Struck
221730
১৫ মে ২০১৪ সকাল ১১:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিয়েটা জলদি করেন।
১৫ মে ২০১৪ সকাল ১১:১৮
169180
egypt12 লিখেছেন : আল্লাহ জানেন কখন করব Crying
১৫ মে ২০১৪ সকাল ১১:৪১
169185
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার পরিবারের কাছে আমরা সবাই মিলে দাবি নিয়ে যাব কেমন হবে???
১৭ মে ২০১৪ সকাল ০৮:৩২
169809
egypt12 লিখেছেন : ওটাতো অনেক ভালো হয় সবুজ ভাই...আহ! পরাণটা বাঁচল <:-P
221750
১৫ মে ২০১৪ সকাল ১১:৪৬
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
তুমি তুমি করে করে

আমি হল না,

বিয়ে বিয়ে করে করে

প্রেমা হল না।


বিয়ের জন্য কিছু টাকা না হয় আমিই হাওলাত দিলাম তবুও তাড়াতাড়ি করে ফেলান, এখন কবিতা মুখ থেকে অনেক দেরীতে বের হয়, তখন হয়তো তাড়াতাড়ি কাব্য, উপন্যাস, বিরহ রচনা সহ আরো বেশ কিছু সাহিত্য উপহার পাবো বলে আশা করি আপনার কাছ থেকে।
১৭ মে ২০১৪ সকাল ০৮:৩৩
169810
egypt12 লিখেছেন : ইনশাল্লাহ Happy
221757
১৫ মে ২০১৪ দুপুর ১২:১৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : বলি বলি করে করে
বলা হল না,
বাসি বাসি করে করে
(ভালো)বাসা হল না। Broken Heart Broken Heart
১৭ মে ২০১৪ সকাল ০৮:৩৩
169811
egypt12 লিখেছেন : Crying Crying Crying
221778
১৫ মে ২০১৪ দুপুর ১২:৫১
হতভাগা লিখেছেন : অভাগা যেদিকে যায়

সাগর শুকায়ে যায়
১৭ মে ২০১৪ সকাল ০৮:৩৩
169812
egypt12 লিখেছেন : আপনার মত আমারও Broken Heart
221798
১৫ মে ২০১৪ দুপুর ০১:৪৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কি বলবো কি বলবো করে
কিছুই বলছি না।
দারুন
১৭ মে ২০১৪ সকাল ০৮:৩৩
169813
egypt12 লিখেছেন : এমনই হচ্ছে =Happy
221895
১৫ মে ২০১৪ বিকাল ০৫:৪৫
শেখের পোলা লিখেছেন : জুর গিব্বান, তাজদাদু হুব্বান৷
১৭ মে ২০১৪ সকাল ০৮:৩৪
169814
egypt12 লিখেছেন : ভাইজান কি গালি দিলেন Tongue
১৭ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
169952
শেখের পোলা লিখেছেন : মানুষে কয় তাই আমিও কলাম,তয় গালিনয়! পরামর্শ৷
১৮ মে ২০১৪ সকাল ০৮:৩২
170209
egypt12 লিখেছেন : বুঝিয়ে বলবেন কি? :Thinking
১৮ মে ২০১৪ বিকাল ০৫:০৫
170377
শেখের পোলা লিখেছেন : বড় বিপদে ফেললেন, ঐ স্কুলেতো আমি পড়িনি৷ বললাম যে, প্রীয়জনদের কাছে অনেক দিন পর পর বা দেরীতে গেলে মহব্বত বাড়ে৷ এই আর কি?
১৮ মে ২০১৪ রাত ১০:৪৮
170521
egypt12 লিখেছেন : এবার বুঝলাম Love Struck Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File