***অভাগার সবই কেমন-দেরি হয়ে যায***
লিখেছেন লিখেছেন egypt12 ১৫ মে, ২০১৪, ০৮:৪২:৫৮ সকাল
বলি বলি করে করে
বলা হল না,
বাসি বাসি করে করে
(ভালো)বাসা হল না।
.
চলি চলি করে করে
চলা হল না,
পড়ি পড়ি করে করে
পড়া হল না।
.
করি করি করে করে
করা হল না,
নিশি নিশি করে করে
জাগা হল না।
.
তুমি তুমি করে করে
আমি হল না,
বিয়ে বিয়ে করে করে
প্রেমা হল না।
.
ভয় ভয় করে করে
মেশা হল না,
তেরা তেরা করে করে
মেরা হল না।
.
স্বপ্ন স্বপ্ন করে করে
কাজ হল না,
চিন্তা চিন্তা করে করে
ফেরা হল না।
.
আমার সবই এমন
হয় যে হায়,
অভাগার সবই কেমন
দেরি হয়ে যায়।
.
০৩/০৪/২০১২
বিষয়: সাহিত্য
১০৫১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ের জন্য কিছু টাকা না হয় আমিই হাওলাত দিলাম তবুও তাড়াতাড়ি করে ফেলান, এখন কবিতা মুখ থেকে অনেক দেরীতে বের হয়, তখন হয়তো তাড়াতাড়ি কাব্য, উপন্যাস, বিরহ রচনা সহ আরো বেশ কিছু সাহিত্য উপহার পাবো বলে আশা করি আপনার কাছ থেকে।
বলা হল না,
বাসি বাসি করে করে
(ভালো)বাসা হল না।
সাগর শুকায়ে যায়
কিছুই বলছি না।
দারুন
মন্তব্য করতে লগইন করুন