সর্বহারার প্রেম অতঃপর...।
লিখেছেন লিখেছেন egypt12 ০৮ মে, ২০১৪, ০৯:২৩:১৯ সকাল
মংলার এক রাখাল ছেলে
হল বা'নভাসি,
হটাৎ তার কাজ মেলে
কুমিল্লা'তে আসি।
.
কুমিল্লার এক বনেদি ঘর
কাজ দেয় তাকে,
কাজ'কর্মে ফাকি নেই
কাজই ঘিরে থাকে।
.
আপন মনে বাঁশি বাজায়
অবসর যদি পায়,
বাঁশিটার ঐ করুন সুরে
সবারে'ই কাঁদায়।
.
ছিল তার অনেক সুখ
মা বাবা সব ছিল,
আজকে তার কত দুখ!
সব যে সিডর নিল।
.
বাঁশি বাজে সেও কাঁদে
কত দুঃখী মন,
তার ঐ দুঃখ বুঝবে কি-
চির সুখী জন?
.
বাঁশিটার ঐ করুন সুরে
পাগল হল সুরভী,
আপন মনে সবই ভুলে
শুনত বাঁশি আয়েসি।
.
সুরভী যার ধনী ঘর
সুখটা আপন দুখটা পর,
তবু রাখাল প্রেমে-
মগ্ন হল ভ্রমে।
.
একদিন এক রোদেলা বিকেলে
রাখাল যখন বাঁশি বাজায়,
সুরভী তুমি মায়ায় ছুটিলে-
বাঁশির সুর শুধু কাঁদায়।
.
দৌড়ে আসলে বলতে;
রাখাল তোমায় আমি,
ভালো'বাসি' ভালো'বাসি
তুমি আমার স্বামী।
.
রাখাল আজ ভয়ে শংঙ্কিত
কি বলে এই মেয়ে!
মরব নাকি বিদেশ ভুঁইয়ে-
অসম প্রেম'কে নিয়ে?
.
মেয়ে তবু নাছোড় বান্দা-
ভালোবাসা সে চায়,
ভালবাসা না পেলে সে
দড়ি দেবে গলায়।
.
রাখাল এবার ভয়ে ভয়ে
মুখটি দেখে সুরভীর,
এত মিষ্টি এত মায়া
সেরা যেন ধরণীর।
.
দ্বিধায় রাখাল অভয় দিলো;
মরতে হবেনা তোমায়-
ভালোবেসে মোরা ঘর বাঁধব
পৃথিবীর এক কোণায়।
.
দিনে দিনে বাঁশির সুর
প্রেমেতে হলো পূর্ণ,
সুরভীর প্রেম সকল দুঃখ
করলো একদম চূর্ণ।
.
নতুন আশায় স্বপ্ন দেখে
সর্ব'হারা রাখাল,
সে'ও তারে স্বপ্ন দেখায়
আনতে মনে সকাল।
.
এই দিকে আকাশে বাতাসে
গ্রামে চলে কানাকানি,
রাখালের সাথে সুরভীর প্রেম
হয়ে গেল জানাজানি।
.
একদিন এক স্নিগ্ধ ভোরে
নামাজে রাখাল মগ্ন,
নামাজ শেষে সালাম ফিরায়;
আঘাত ভাঙ্গলো স্বপ্ন।
.
অনেকক্ষণ পর জ্ঞান ফিরলো;
খুঁটি'তে রাখাল বাঁধা,
গ্রামের সবাই বিচার করবে-
প্রেম ছিল তার সাদা।
.
বিচার শুরু সাক্ষী সবাই
দেয় রাখালের দোষ,
শুধু যিনি রাখাল কর্তা
তার চোখে নির্দোষ।
.
রাখালের সব মার্জিত ছিল
ছিল সে বিশ্বাসী,
অসম প্রেমই কাল হলো তার
হলো যে প্রান বিনাশী।
.
সভায় ধার্য একশ দোররা
রাখালের হবে শাস্তি,
সুরভীর কথা শুনবে রাখাল-
জানায় রাখাল আকুতি।
.
সভায় এবার সুরভী আসে
পিন পতন নিরব,
সুরভীও আজ কুটিল হেঁসে
হলো কথায় সরব।
.
আমার কোন দোষ ছিলনা
রাখাল বসায় ফাঁদ,
সেই ফাঁদে পড়লাম আমি
করলাম সর্ব'নাশ ।
.
এটাই শুনে হয়নি দেরি
শাস্তি হল শুরু,
নির্দয় ভাবে মারল সবাই;
বুকটা দুরুদুরু।
.
একশ দোররা শেষ হল
সভা ভাসল রক্তে,
সুরভী আজ দেখলো এটা
মন মানালো শক্তে।
.
হটাৎ রাখাল সকল শক্তি
এক'সাথে করে উঠলো,
সুরভীর কাছে জানতে চাইলো
এমন কেন করলো!?
.
সুরভীটা আজ নিরব অনেক
রাখালের চোখ অন্ধকার,
হটাৎ পড়লো রাখাল লুটিয়ে
অসম প্রেমের পুরুস্কার।
.
তখনও রাখাল মরে নাই ভাই
সুরভী ঘৃণা'য় দাঁড়িয়ে,
সেই সে ঘৃণা দেখলো রাখাল
চলে গেল সব হারিয়ে।
.
০২/০৫/২০১২
বিষয়: সাহিত্য
১২৬৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর কবিতা।
ধন্যবাদ।
যদি এখন বলি,
দুইশো দোর্রা মারতে আমায়
নারী আসবে চলি,
তারচে ভাল নর কে বলি
ছলনায় না ভোলে,
দেখে যদি তেমন কিছু,
যেন আসে চলে৷
মন্তব্য করতে লগইন করুন