সুপ্ত আশা
লিখেছেন লিখেছেন egypt12 ০৫ মে, ২০১৪, ১০:২২:৩৭ সকাল
হে শৈশব আজ তোরে
পড়ছে মনে বেশি,
তুই হারানোর মরম জ্বালা
এই হৃদয়ে পুষি।
.
চিন্তাহীন আর ভাবনাহীন
জীবন ছিল সাদা,
ইচ্ছে হলেই মাখিয়ে নিতাম
গাঁয়ের যত কাদা।
.
সেদিন গুলো হারিয়ে এল
গদ্যে ভরা বিকেল,
আজও আমার মনে পড়ে
ছন্দে ভরা সেকেল।
.
নিত্য ঘুরি উদোম গায়ে
স্বপ্ন নদীর বাঁকে,
যেথায় হাজার জোনাক জ্বলে
কাশ বাগানের ফাঁকে।
.
আবার যদি শিশু হতাম
ভাগ্য জোরে ভাই,
অন্তরেতে মিশিয়ে নিতাম
জোনাক ভরা ছায়।
.
দেহ আমার যুবক হলেও
মনটি আজও শিশু,
আজও আমার মনটি ছোটে
প্রজাপতির পিছু।
.
খুঁজে ফিরি ফড়িং ভরা
ফুলের বাগান তাই,
শৈশবের ঐ উচ্ছলতা
কোথা গেলে পাই!
.
স্বপন দেখি প্রতি রাতে
আবার হবো শিশু,
মায়ের কোলে ঘুমিয়ে রব
ভাববো না আর কিছু।
.
০৭ ফেব্রুয়ারী ২০১৩
বিষয়: সাহিত্য
১০২০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার উক্ত ছবিটা আমার খুব ভাল লেগেছে , সেটা আমি টিশার্টে ডিজাইন করবো ইনশা আল্লাহ,
বাস্তবে তা ভাঙ্গে,
বর্তমানের আঁধার ঢাঁকি,
অতীতেরই রংএ৷
শৈশবে তে স্বপ্ন ছিল,
বড় হব কবে?
বার্ধক্য মুছে আবার
শৈশব কি হবে?
মন্তব্য করতে লগইন করুন