***এই শহরে***
লিখেছেন লিখেছেন egypt12 ০৩ মে, ২০১৪, ১১:০৪:৩৬ রাত
ঘড়ির কাঁটায় রাত
বারোটা বাজে,
ভীড়ের শহর জেগে
শান্ত সাজে।
.
কে বলবে এখানেই
ছিল কোলাহল?
হৃদয়ের হাহাকারে
কত নোনাজল!
.
কোলাহল হারালাম
শান্ত রাতে,
নোনাজল শুকালাম
ব্যস্ত প্রাতে।
.
তবু তো সবার কাছে
প্রিয় এ শহর,
বুকে তাই পুষে রাখে
আশার বহর।
.
আশা গুলো যদিও-বা
হয়না পূরণ,
তবু তো বাঁচায় এটা-
কমায় ক্ষরণ।
.
ধুঁকে ধুঁকে বেঁচে রই
মায়াবী এ শহরে,
সাথে নিয়ে স্বপ্ন-সুখ;
আশা ভরা নহরে।
.
০৯.০৪.১৪
বিষয়: সাহিত্য
১১৬০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছুটে চলে শহরে,
সুখতো পায়না খুঁজে,
ধুঁকে মরে কহরে৷
আশার প্রদীপ নেভে,
নিরাশার বাতাসে,
উড়িয়া পালাতে চায়
পায়নাতো পাখা সে৷
আপনাকে অনেক ধন্যবাদ ভাই
মন্তব্য করতে লগইন করুন