***ডিজিটাল প্রিয়া***
লিখেছেন লিখেছেন egypt12 ০৩ মে, ২০১৪, ০২:১১:৫০ দুপুর
ডিজিটাল প্রিয়ার চকিত চাহনি
মুগ্ধ করেছে তোমায়,
তাইতো সবই ধ্বংস হলেও
তোমার ঈমান ঘুমায়।
.
ডিজিটাল প্রিয়ার ওড়নাহীন-
বুকের নেশায় অন্ধ,
তাইতো তুমি সুখ পাওনা
স্বর্গের দ্বার বন্ধ।
.
ডিজিটাল প্রিয়া যখন ডাকে
জান আমার জান,
তখনি তুমি ছুটে গিয়ে
জুড়াও তাহার প্রান।
.
চাইনিজের আবছা আলোর
নেশায় মগ্ন তুমি,
প্রিয়ার দেহে খোঁজ তাই
জীবনের মৌসুমি।
.
রাস্তায় যখন হাঁটি আমি
তখন দেখতে পাই,
ডিজিটাল প্রিয়ার বুকের ওড়না
রিক্সাতে জড়ায়।
রিক্সায় জড়ানো ওড়না যখন
খুলতে চলে কাজ,
ডিজিটাল প্রিয়া অভিনয় করে
পাচ্ছে সে-যে লাজ।
.
ডিজিটাল প্রিয়া কল করে
বলে যখন জান,
তুমি তখন উল্লাসে নাচ
লুটিয়ে তোমার মান।
.
ডিজিটাল প্রিয়া কল করে
দেয় মায়ার ডাক,
তুমি তখন ঘুমে থেকেই
ঘুরে আসো সব বাঁক।
.
সীমান্তে যখন ফেলানি ঝুলে
ডিজিটাল তরুন ঘুমে,
সেই খানেও ডিজিটাল প্রিয়া
স্বপ্নে তারে চুমে।
.
ইতিহাস বিমুখ ডিজিটাল তরুন
জানেনা তো ইতিহাস,
ব্রিটিশ শাসন ভুলে গেছে
আসছে নতুন সর্বনাশ।
.
উঠো উঠো তরুন সমাজ
ছুঁড়ে ফেলো ডিজিটাল,
নইলে স্বাধীন সূর্য হারাবে
থাকবেনা কারো ছাল।
.
তুমি আমি না জাগলে
সকাল আনবে কে?
ওই দেখ দূর মিনারে
আমাদের ডাকছে।
.
আজানের ডাক বড়ই মধুর
প্রতীক ঐক্য ইমানের,
সেই সে ডাকে সাড়া দিয়ে
পথ খুঁজবো নিজ-মানের।
.
এসো তরুন মায়া ভুলে
নতুন শপথ করি,
সবাই মিলে জনম দুখি
এই দেশটাকে গড়ি।
.
১৭/০৪/২০১২
বিষয়: সাহিত্য
১১৯৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নতুন শপথ করি,
সবাই মিলে জনম দুখি
এই দেশটাকে গড়ি।
অনেক দারুন বলেছ্নে, কিন্তু হাসান ভাই রাস্তা ঘাটে চলতে ফিরতে এই ডিজিটাল প্রিয়ারা দারুন সমস্যা ফেলে দেয়, আর কত চোখ নিচু করে রাখা যায়? কষ্ট হয় খুব।
আমাদের বোধোদয় হোক, সঠিক উপলব্ধি হোক।
মোদীরা মোদীর চোখে,
বাজখাঁই গলায় দেশের তরে,
কে যেন ডাকিছে মোকে৷
বলি থামো ভাই, একটু দাঁড়াও,
এত বেরসিক হইলা কেমনে?
প্রীয়ার সামনে ধারালো ছুরি
বসালে আমার প্রানে!
মন্তব্য করতে লগইন করুন