***আত্ম চাওয়া***
লিখেছেন লিখেছেন egypt12 ০২ মে, ২০১৪, ০২:৫০:৩০ দুপুর
আমি কচি হৃদয়ের সখ্য দেখেছি
আম মুকুলের মতন,
আমি চাঁদ হয়ে উঠা ভালোবাসাটির
দেখেছি আবার পতন।
.
আমি স্বপ্ন দেখেছি চাঁদ কপালের
দিয়েছে রঙ্গিন তিলক,
সাথে সুনামির ঐ ধ্বংস দেখছি
কাঁপিয়ে তুলেছে ভূলোক।
.
আমি কল্প রাজের রাজ্যে গিয়েছি
বাস্তব হলো কল্পনা,
আমার শক্তি অনেক বেশী
সবার মত অল্প না।
.
আমি যুবকের বুকে আঘাত দেখেছি
প্রেমহীন ব্যাথাতুর,
সাথে মরুর বুকেও সবুজ দেখেছি
প্রেম যেন সুমধুর!
.
আমি রাখালিয়া ঐ গাঁয়ের ছেলের
দেখেছি সরল প্রেম,
সাথে ধনীর রসের পেয়ালাটা দেখি-
প্রেমহীন হায় শেম!
.
প্রেমের মরা ডুবছে জলে
খুঁজছে শুধুই সুখ,
সুখের আশায় ভোলে তারা
প্রিয়-প্রিয়ার মুখ।
.
মেকি প্রেমের ঐ বাজার বসেছে
সবখানে সয়লাব,
তবু আজও কেউ প্রেম নিয়ে বাঁচে
দেখে চলে সেই খা'ব।
.
সেই দলটিতে আমিও যে আছি
প্রেম চাই আমি সত্য,
প্রেম শুধু হোক সত্য মায়ার
নয়তো ভোগের বৃত্ত।
.
০৭.০৬.১৩
বিষয়: সাহিত্য
১০৬৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খালি এরকম বিরহের কবিতা লিখেন!
কেইস টা কি????
প্রেম চাই আমি সত্য,
প্রেম শুধু হোক সত্য মায়ার
নয়তো ভোগের বৃত্ত।
কি অপরূপ ছোঁয়ায় লিখেছো যে কাব্য
আমি পড়িতে পড়িতে হয়ে যাই দিশেহারা
এইটা খুঁজতেছি আমিও
আমারেও সঙ্গে নিও।
চলে যাবো দূর অজানায়
ফিরবো না আর এই ঠিকানায়।
থাকবো দুজন সুখেতে
লাগামহীন এই যুগেতে
ইমরানদদাদা এইডা্ আমি কি লিখলাম?
নববধুর প্রেমের বানে যাইবেন ডুবিয়া ।
সুন্দর হয়েছে।
অপূর্ব লিখেছেন ফ্যান্টাস্টিক
হে কবি
নয় পেশা-এটাই নেশা
তোমাকে নমস্কার৷
ভারি সুন্দর হয়েছে আজ
কবিতাটি তোমার৷
লাইলী মজনু, শীঁরি ফরহাদ
জুলিয়েট আর রোমীও,
এ সব হয়েছে অনেক পুরাণো,
নুতন তোমরা গড়িও৷
মন্তব্য করতে লগইন করুন