***স্মৃতিপটে আমার গ্রাম***
লিখেছেন লিখেছেন egypt12 ৩০ এপ্রিল, ২০১৪, ১১:৩১:৩৯ রাত
কতদিন...
শিশিরের কণা ভরা
ঘাসগুলো মাড়াতে পারিনি,
ফসলের মাঠে শেষ বিকেলের
রোদ জড়াতে পারিনি।
.
আজ স্মৃতিপটে ভেসে উঠে
প্রিয় গ্রাম ডোমখালি,
দেহ-মনে আজও লাগে-
গ্রামের ঐ ধুলোবালি।
.
ব্যস্ততা কিংবা শহরের কোলাহল-
শুকাতে পারেনা এই নোনাজল,
ঐ সবুজ গ্রামের ঐ মেঠোপথ
স্মৃতিতে ভাসে অবিরল।
.
আমি নির্বাসনে পড়ে
আছি শহরের ভিড়ে,
মন তবু পড়ে থাকে
ছায়াঘেরা নীড়ে।
.
আমার নীড়টা বড়ই আপন
বাবা দাদার ভিটে,
তাই তো সেটা ভোলা যায়না
ভাসে আঁখিপটে।
.
মনে পড়ে বরষা-ঝড়ে
আম কুড়ানোর ক্ষণ,
মনেপড়ে পুকুর ঘেরা
পাটিপাতার বন।
.
গ্রামটা আমার কতই কাছে
তবু যাওয়া যায়না,
এটাই দুঃখ কাঁদছে পরান
মন তো ব্যাথা সয়না।
.
এই ব্যাথাতেই লুকিয়ে আছে
কঠিন ভালোবাসা,
এই মায়াটাই ভাঙতে পারে
নিন্দুকের ঐ পাশা।
.
পাশা ভেঙ্গে আবার যাবো
আমার সোনার গাঁয়ে,
আবার লাগবে শিশির-ধুলো
এই ছেলেটার পাঁয়ে।
.
৩০.০৪.১৪
বিষয়: সাহিত্য
১০১৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন চোখে দেখি,
গ্রামখানি মোর৷
কূপী জ্বলা আলো,
রাত ঘন কালেো,
কাক ডাকা ভোর৷
শাপলার বিল,
জলেভরা ঝিল,
গরু টানা গাড়ি৷
ডাংগুলি খেলা,
কলাগেছে ভেলা,
বিলে ধরা পাড়ি৷
মনে পড়ে যায়,
কোথা গেল হায়,
সেদিনের দিন গুলি৷
আজই পরবাসে,
চোখে জল আসে,
চুপি চুপি তাই বলি৷
মন্তব্য করতে লগইন করুন