***জীবন মানে***

লিখেছেন লিখেছেন egypt12 ২৮ এপ্রিল, ২০১৪, ০৮:২৪:৫৮ সকাল



জীবন মানে জন্ম মৃত্যু

জীবন মানে হাঁসি,

জীবন মানে হটাৎ পাওয়া

দুঃখ রাশি রাশি।

.

জীবন মানে হারের ভিড়ে

হটাৎ পাওয়া জিৎ,

জীবন মানে যুদ্ধ করে

শক্ত করা ভীত।

.

জীবন মানে স্বপ্ন শত

প্রথম প্রেমের মায়া,

জীবন মানে মাথার উপর

পিতা-মাতার ছায়া।

.

জীবন মানে ক্ষণিক সুখের

প্রাপ্তি আমি চাই,

জীবন মানে ভবিষ্যতের

প্রাপ্তি জানা নাই।

.

জীবন মানে প্রথম ছোঁয়া

আমার প্রিয়ার হাত,

জীবন মানে কৃষক হাঁসে

ফসল ভরা মাঠ।

.

জীবন মানে একটি শ্বাসের

গ্যারান্টি যে নাই,

জীবন মানে এইতো হাঁসি

দুঃখ আবার পাই।

.

জীবন মানে আমার সখের

কবিতার ঐ খাতা,

জীবন মানে হেরে যাওয়া

বিরহ নীল ব্যাথা।

.

জীবন মানে আসবে তুমি

বসে থাকা আমি,

জীবন মানে মনের কথা

জানে অন্তর্যামী।

.

জীবন মানে আমার জন্ম

কান্না দিয়ে জানাই,

জীবন মানে হাঁসি মুখে

আমি চলে যাই।

.

জীবন মানে খোদার দেওয়া

পরীক্ষার এক স্থান,

জীবন মানে বেহেস্ত মাঝে

গাইছি আমি গান।

.

জীবন মানে আমার বোনা

রঙ্গিন স্বপ্ন হাজার,

জীবন মানে বিফল হয়ে

দুঃখের গড়া পাহাড়।

.

তবু বলি জীবন মানে

স্রোতের বুকে নাও,

জীবন মানে কষ্ট নিয়ে-

মানব টিকে রও।

.

১৪/০৫/২০১২

বিষয়: সাহিত্য

১২৫২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214184
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৯
হতভাগা লিখেছেন : ছন্দের রাজা আপনি সত্যেন্দ্রনাথ দত্ত

''জীবন মানে '' কবিতায় এনেছেন অনেক সত্য
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৩
162558
egypt12 লিখেছেন : আসুন মুছে ফেলি সব মিথ্যে মন্দ
ঘুচে যাক আছে যত জাতীয় দ্বন্দ Love Struck
214187
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১১
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
জীবন মানে হারের ভিড়ে

হটাৎ পাওয়া জিৎ,

জীবন মানে যুদ্ধ করে

শক্ত করা ভীত।

চমত্কার ছন্দ, চমত্কার কবিতার ভাব,
জীবনের প্রতিটি দিক আপনি তুলে ধরেছেন, যা আশ্চার্য্য
ধন্যবাদ চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে,
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৪
162559
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ফারুক ভাই ;Winking
214212
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪০
বৃত্তের বাইরে লিখেছেন : জীবন মানে যাপিত সময়ের অনুভুতিগুলি অনুভব করা!তৃপ্তির খোজে অতৃপ্ত মন

ভালো লাগলো Good Luck Rose Good Luck
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৪
162561
egypt12 লিখেছেন : আপনাকে আমার ব্লগ বাড়ীতে স্বাগত Love Struck
214232
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৫
162562
egypt12 লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় ভাই Angel
214235
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৩
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : জীবন মানে আশা-নিরাশার
দোদুল্যময়তা
জীবন মানে সর্বাবস্থাতে
আল্লাহতে নির্ভরতা......
জীবন মানে নতুন সম্ভাবনা
অসংখ্য নেয়ামত
জীবন মানে আমাদের তরে
আল্লাহর দেয়া আমানত.....

ভীষণ ভালো লাগলো। Rose Rose Rose
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৫
162563
egypt12 লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই...আপনার ভালো লাগায় আমি পুলকিত Happy
214236
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার যতগুলো কবিতা পড়েছি, সবার চেয়ে আমি এটাকে প্রথমে রাখছি...যেমন ছন্দ তেমন বিষয়ভাবনাও সব মিলিয়ে এক অনন্য অনুভূতি, অপরিমেয় ভালোলাগা...
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৬
162564
egypt12 লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিরাজ ভাই...সাথেই থাকুন Rose
214337
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জিবনের মানে আসেল কি?????
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৩
162614
egypt12 লিখেছেন : তবু বলি জীবন মানে

স্রোতের বুকে নাও,

জীবন মানে কষ্ট নিয়ে-

মানব টিকে রও।
Rose
214400
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জীবনের অনেক মানে
আরো অনেক বাকি
কিছু মানে তুলে এনে
দিলেন এক ঝাকি...
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৮
162938
egypt12 লিখেছেন : একজন মানুষের পক্ষে কখনই জীবনের মানে পুর্নাঙ্গ করা সম্ভব নয়, তবুও আমি আপনি সবাই জীবনের মানে খুঁজে বেড়াই সচেতনভাবে বা আনমনে Rose
215189
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪১
শেখের পোলা লিখেছেন : জীবন মানে বন্দেগী আর
ঘরে ফিরে যাওয়া,
উথাল পাথাল ঢেউের মাঝে
তালের ডিঙ্গি বাওয়া৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File