***জীবন মানে***
লিখেছেন লিখেছেন egypt12 ২৮ এপ্রিল, ২০১৪, ০৮:২৪:৫৮ সকাল
জীবন মানে জন্ম মৃত্যু
জীবন মানে হাঁসি,
জীবন মানে হটাৎ পাওয়া
দুঃখ রাশি রাশি।
.
জীবন মানে হারের ভিড়ে
হটাৎ পাওয়া জিৎ,
জীবন মানে যুদ্ধ করে
শক্ত করা ভীত।
.
জীবন মানে স্বপ্ন শত
প্রথম প্রেমের মায়া,
জীবন মানে মাথার উপর
পিতা-মাতার ছায়া।
.
জীবন মানে ক্ষণিক সুখের
প্রাপ্তি আমি চাই,
জীবন মানে ভবিষ্যতের
প্রাপ্তি জানা নাই।
.
জীবন মানে প্রথম ছোঁয়া
আমার প্রিয়ার হাত,
জীবন মানে কৃষক হাঁসে
ফসল ভরা মাঠ।
.
জীবন মানে একটি শ্বাসের
গ্যারান্টি যে নাই,
জীবন মানে এইতো হাঁসি
দুঃখ আবার পাই।
.
জীবন মানে আমার সখের
কবিতার ঐ খাতা,
জীবন মানে হেরে যাওয়া
বিরহ নীল ব্যাথা।
.
জীবন মানে আসবে তুমি
বসে থাকা আমি,
জীবন মানে মনের কথা
জানে অন্তর্যামী।
.
জীবন মানে আমার জন্ম
কান্না দিয়ে জানাই,
জীবন মানে হাঁসি মুখে
আমি চলে যাই।
.
জীবন মানে খোদার দেওয়া
পরীক্ষার এক স্থান,
জীবন মানে বেহেস্ত মাঝে
গাইছি আমি গান।
.
জীবন মানে আমার বোনা
রঙ্গিন স্বপ্ন হাজার,
জীবন মানে বিফল হয়ে
দুঃখের গড়া পাহাড়।
.
তবু বলি জীবন মানে
স্রোতের বুকে নাও,
জীবন মানে কষ্ট নিয়ে-
মানব টিকে রও।
.
১৪/০৫/২০১২
বিষয়: সাহিত্য
১২৫২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
''জীবন মানে '' কবিতায় এনেছেন অনেক সত্য
ঘুচে যাক আছে যত জাতীয় দ্বন্দ
চমত্কার ছন্দ, চমত্কার কবিতার ভাব,
জীবনের প্রতিটি দিক আপনি তুলে ধরেছেন, যা আশ্চার্য্য
ধন্যবাদ চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে,
ভালো লাগলো
দোদুল্যময়তা
জীবন মানে সর্বাবস্থাতে
আল্লাহতে নির্ভরতা......
জীবন মানে নতুন সম্ভাবনা
অসংখ্য নেয়ামত
জীবন মানে আমাদের তরে
আল্লাহর দেয়া আমানত.....
ভীষণ ভালো লাগলো।
স্রোতের বুকে নাও,
জীবন মানে কষ্ট নিয়ে-
মানব টিকে রও।
আরো অনেক বাকি
কিছু মানে তুলে এনে
দিলেন এক ঝাকি...
ঘরে ফিরে যাওয়া,
উথাল পাথাল ঢেউের মাঝে
তালের ডিঙ্গি বাওয়া৷
মন্তব্য করতে লগইন করুন