Love Struckস্বপ্ন পরী Love Struck

লিখেছেন লিখেছেন egypt12 ২৬ এপ্রিল, ২০১৪, ০৮:৫৭:০৮ সকাল



স্বপ্ন রাজার আমন্ত্রনে

স্বপন পুরে যাই,

সেথায় গিয়ে স্বপ্নে দেখা

পরীর দেখা পাই।

.

স্বপ্ন পরী আমায় বলে

আমায় খুবি চায়,

তাইতো সে-যে স্বপ্নে আসে

আমার শীতল ছায়।

.

স্বপ্ন পরীর ডানায় করে

স্বপন পুরে ভ্রমন,

স্বপ্ন পরী আমার হবে

স্বপ্ন রাজার সমন।

.

শুনে আমি আত্মহারা

পরীর মুখে হাসি,

পরী তোরে ছাড়বোনা আর

তোরেই ভালোবাসি।

.

স্বপ্ন রাজার পাইক পেয়াদা

দিচ্ছে খুবই মান,

আমায় পেয়ে স্ব-পনো রাজা

খুশীতে আটখান।

.

হটাৎ শুনি স্বপ্ন পরী

স্বপ্ন রাজার মেয়ে,

স্বপ্ন রাজা অনেক খুশি

মোদের হবে বিয়ে।

.

স্বপ্ন পরী আমায় নিয়ে

মায়ার মন্ত্র ফুঁকে,

মন্ত্রে মুগ্ধ আমার কাছে

পরীর মায়া বুকে।

.

স্বপ্ন পরীর বাসর সাজে

আমি হলাম বর,

এমন সময় কে ডেকে যায়

শরীর থরো-থর।

.

আম্মু ডাকে ঘুম থেকে উঠ

অনেক হলো ঘুম,

স্বপ্নে থাকা স্বপ্ন পরী

তোর কপালেই চুম।

.

০২/০৭/২০১২

বিষয়: সাহিত্য

১৯৯২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213361
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২২
ডাঃ নোমান লিখেছেন : স্বপ্নে সবার পরী থাকে
তাকে নিয়ে স্বপ্ন থাকে
পরী যেন হাতছানিতে
স্বপকুমার তোমায় ডাকে।
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৭
161539
egypt12 লিখেছেন : সে আসে না তো phbbbbt
213362
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৫
Sada Kalo Mon লিখেছেন : "আম্মু ডাকে ঘুম থেকে উঠ
অনেক হলো ঘুম"....... ইশ্ কেন যে ঘুমটা ভেঙ্গে দিল!!! Love Struck Happy) Happy) I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৮
161540
egypt12 লিখেছেন : আম্মুরা সকালের মিষ্টি ঘুম ভেঙ্গেই দেয় Broken Heart
213366
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩১
লোকমান লিখেছেন : স্বপ্নপরী বস্তবে এসে ধারা দেক এই প্রত্যাশা করি।
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৮
161541
egypt12 লিখেছেন : আপনার প্রত্যাশা পুরণ হোক Love Struck
213378
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৯
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
শুনে আমি আত্মহারা

পরীর মুখে হাসি,

পরী তোরে ছাড়বোনা আর

তোরেই ভালোবাসি।

আসলে আপনার কবিতায় ভালবাসার স্থান বেশি পায় তাই আপনার কবিতা আমি হাতছাড়া করিনা,
এবং মন্তব্য করতে বাধ্য হই
চমত্কার হয়েছে আপনার কবিতা
স্রুপাররররররররররর......।
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪২
161551
egypt12 লিখেছেন : ধন্যবাদ ফারুক ভাই দয়া করবেন Love Struck Tongue
213392
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অফিসে কাজ কাম না কইরা পরি খুজেন!!
পরি বাদ দিয়া কাজে মন দেন। পকেটে পয়সা থাকলে পরি আপনিই উইরা আইব।
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
161562
egypt12 লিখেছেন : এইডা অবশ্য ঠিক কইছেন Tongue *-Happy
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৩
161618
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এহানে এতো গ্যাঞ্জাম ক্যান?
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২১
162040
egypt12 লিখেছেন : গ্যাঞ্জাম চলতেই থাকবে Frustrated
213413
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫১
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৯
161595
egypt12 লিখেছেন : আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ ভাই Love Struck
213574
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২২
162041
egypt12 লিখেছেন : আপনাদের উৎসাহ আমার প্রেরণা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File