***বৈশাখ তুমি***

লিখেছেন লিখেছেন egypt12 ১৪ এপ্রিল, ২০১৪, ০৮:২২:৫১ সকাল



বৈশাখ তুমি এসো আবার

আমার সবুজ দেশেতে,

বৈশাখ তুমি এসো আবার

নতুন বধুর বেশেতে।

.

বৈশাখ তোমায় দাওয়াত দিলাম

পান্তা খাবো আমি,

বৈশাখ তোমায় বুকে নিলাম

আসো আবার তুমি।

.

বৈশাখ তুমি ঝড়ো বাতাস

রসালো ফলের মাস,

বৈশাখ তুমি আসবে বলে

অপেক্ষাতে বাস।

.

বৈশাখ তুমি ধ্বংস কর

নিঃস্বের বসত ঘর,

বৈশাখ তুমি রহম কর

তোমায় দেব বর।

.

বৈশাখ তুমি অনেক মধুর

বাংলা প্রথম মাস,

বৈশাখ তুমি বেদনা বিধুর

ঝড়ো করাল গ্রাস।

.

বৈশাখ তুমি স্বাগত আবার

আমার মায়ার দেশে,

বৈশাখ তুমি চলে যাবার

রস বিলিয়ে শেষে।

.

বৈশাখ তুমি আমার বুকে

আনো ঝড়ো তেজ,

বৈশাখ তুমি আজকে বলো

মিথ্যার দিন শেষ।

.

বৈশাখ তুমি এসো এসো

আলপনা আঁকি আমি,

বৈশাখ তুমি আমার কাছে

সব মাস থেকে দামি।

১৪/০৪/২০১২

বিষয়: সাহিত্য

১৩৩৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207518
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
আব্দুল গাফফার লিখেছেন : অসাধারণ ,আপনাকে নতুন বছরের শুভেচছা Good Luck Rose
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৩
156063
egypt12 লিখেছেন : আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। Love Struck
207559
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার!!!!!!!!!
কিন্তু বৈশাখের সাথে পান্তার সম্পর্ক কি।
এখনকার ইরি চালে পান্তা হয়না।
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৫
156123
egypt12 লিখেছেন : সবাই সম্পর্ক জুড়ে দিয়েছে বলেই পান্তা ইলিশ বৈশাখী জুটি হয়ে গিয়েছে...জোর করে হলেও পান্তা করা হবে...না হয়ে যাবে কই!?
207793
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
শেখের পোলা লিখেছেন : বৈশাখ তুমি এস,
তাদেরে এনোনা সাথে,
ঘটা করে যারা পথে বসে খায়,
ইলীশ পান্তা ভাতে৷
১৪ এপ্রিল ২০১৪ রাত ১১:১৮
156518
egypt12 লিখেছেন : আসলেই তাদের না আনলেই ভালো হবে Tongue
208079
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৫
প্রেসিডেন্ট লিখেছেন : আপনিতো দারুণ সব কবিতা লেখেন! Thumbs Up Thumbs Up Thumbs Up
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৯
157260
egypt12 লিখেছেন : আপনাদের দোয়ায় চেষ্টা করে যাচ্ছি Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File