***অসমাপ্ত কবিতা***
লিখেছেন লিখেছেন egypt12 ১৩ এপ্রিল, ২০১৪, ১২:৩২:০৫ দুপুর
তুমি আমার শোনার পর
একটা কবিতা শুরু করেছিলাম,
আমার করে পাওয়ার পর
শেষ করব বলেই লিখছিলাম।
.
তোমার প্রতারনার পর তার
ইতি টানতে চেষ্টা করেছি,
আজও ইতি হয়নি যে কবিতার
তার ইতির জন্য খাতা খুলেছি।
.
আজও যে কবিতার ইতি টানতে পারিনি
অবিরাম চেষ্টা করেছি ইতি টানার;
তবুও আমি ব্যর্থ; আমি যে পারিনি
মনে আজও চেষ্টা তোমাকে জানার।
.
এত অপমান দুঃখ তুমি দিয়েছ,
তবুও কেন তোমায় আমার মনে হয়?
আমি জানিনা, তুমি জানতে চেয়েছ কিনা?
হয়ত তোমার চেষ্টা আমাকে নিয়ে নয়।
.
এত ভালো'বাস বলতে তুমি
সবই কি ছিল ছলনা?
আলো আসবে বলে হৃদয় খুলেছি
অন্ধকার ভরলে ললনা!
.
জান সুরভী আজ হৃদয় কাঁদে না
তোমার ভালোবাসার জন্য,
শুধু চিৎকার করে-হাহাকার করে
তোমায় হারানোর জন্য।
.
ভয় পেওনা কেউ শোনেনা আমার চিৎকার-
কেউ দেখেনা ক্ষরণের ব্যাথা;
আমার হৃদয় আর্তনাত আমি চেপে রাখি-
মুখে আনিনা তোমার কথা।
.
তুমি নিশ্চিন্ত থাকতে পার সুরভী
আমি তোমার ক্ষতি চাইনা
শুধু কষ্ট নদীর স্রোত নিরবধি
বইব- রেখ এই বায়না।
.
ওহ কবিতার কথা বলছিলাম
ওটা আজও শেষ হয়নি,
খোদার কাছে ফিরে চেয়েছিলাম
দোয়ার উত্তর আজও পাইনি।
.
তাই কবিতাটি আজও শেষ হয়নি-
কারন তোমায় যে পাইনি;
যা চেয়েছি মন থেকে চাইনি!?
ভুল করে তো চাইনি?
.
তাইতো আমার কবিতা আজও অসমাপ্ত-
এই প্রতীক্ষার সমাপ্তি টানব তোমায় নিয়ে,
আজ হৃদয়ের কান্না মাটিতে কর্দমাক্ত-
যে স্বপ্ন ভঙ্গের শুরু তোমার বিয়ে।
.
০৬/০৫/২০১২
বিষয়: সাহিত্য
১৫২১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন