***মায়ের আঁচল***
লিখেছেন লিখেছেন egypt12 ০৬ এপ্রিল, ২০১৪, ০৮:২৫:৫৫ সকাল
মায়ার বাঁধন মায়ের আঁচল
ছোট্ট খোকার আশ্রয়,
মায়ের কোলে থাকলেই পায়
ছোট্ট বাবু প্রশ্রয়।
.
একে মারে ওকে ধরে
বাঁধা দিলে শুনেনা,
আম্মু বলে আঁচল চেয়ে
ধরে নানান বায়না।
.
ভাত তরকারী খায়না খোকা
অন্য কিছুই ভরসা,
দুষ্ট খোকা খেলতে গেলে
মায়ের লাগে ধুয়াশা।
.
মা ব্যস্ত রান্না ঘরে
খোকা খেলছে মাঠে,
মায়ের মনটি সারাটি ক্ষণ
খোকার কাছেই থাকে।
.
রাতের বেলা ঘুমের ঘোরে
খোকা ভেজায় বিছানা,
মায়ের একটু রাগই লাগে
এই কথাটি মিছা-না।
.
তাইতো আজ বলতে চাই
মায়ের নেই যে তুলনা,
মায়ের আঁচল শ্রেষ্ঠ জানি
আর পাইনা ঠিকানা।
.
১১/০৫/২০১২
বিষয়: সাহিত্য
১৪৩৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাশা আল্লাহ!
অনেক সুন্দর হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন