***আশার প্রদীপ***
লিখেছেন লিখেছেন egypt12 ৩১ মার্চ, ২০১৪, ০১:৪৪:৫০ দুপুর
আশার দীপেরা আজও
জ্বল-জ্বল করে জ্বলে,
আমি একা একা থাকি
ভাবনার কোলাহলে।
.
ভেবে ভেবে কেটে যায়
দিনগুলো সারা,
সুখ স্মৃতি করে ফেরে
দুঃখ-কে তাড়া।
.
তবু তোমার খবর নাইরে বন্ধু
তোমার খবর নাই,
ঠিকানা তোমার হারিয়ে গেছে
কোথায় বল পাই?
.
ঠিকানা ছাড়া ভালোবেসে
বুকে গড়ি বসতি,
ওই ব'সতে জেগে আছে
সপ্ন সুখের আশাটি।
.
৩১.০৩.১৪
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কবিতাটি অত্যন্ত সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন
কিন্তু এর পিছনে রুখিয়ে আছে একাকিত্ব বিরহতা,
আপনি এমন একজনকে হারিয়ে ফেলেছেন যার ব্যথায় একেবারেই কাতর হয়ে গেছেন,
আহা! আমি বুঝি একাকিত্বটা কাল থাবা কত ভয়ংকর আর জালাময়
ভাই
|| জবাব নেই ||
পতঙ্গ ঠিক আসবে,
ঐ আগুনে ঝাঁপিয়ে পড়ে,
বাসবে ভাল বাসবে৷
মন্তব্য করতে লগইন করুন